প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মনে হতে পারে চুইংগামের মতো টেনে বড় করে দেয়া হচ্ছে আস্ত মোটরগাড়িকে! বাস্তবে সেটা হয়তো অসম্ভব। কিন্তু শিল্পে অসম্ভব বলে আদৌ কিছু আছে কি? কল্পনা দিয়ে পাথির্বতার পরিসীমা পেরোতে পারলে তবেই না তিনি শিল্পী। কারণ তিনি বসবাস করেন বাস্তবে, তবে তার সখ্য পরাবাস্তবতার সঙ্গেই বেশি। বাড়তে বাড়তে সরল রৈখিকতা থেকে বক্রতায় পা দেয়া এই মোটরসাইকেলটি জামার্ন ভাস্কর স্টেফান রোহরার তৈরি করেছেন। যার নাম দিয়েছেন ‘বøু-বাডর্’। সম্প্রতি জামাির্নর হ্যানোভারে ১৩ ইউরোপীয় শিল্পীর শিল্পকমের্র প্রদশর্নীর একটি অংশ এটি Ñএএফপি অনলাইন