সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলা খাশোগির বাগদত্তার

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
হাতিস চেঙ্গিস
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন তুরস্কে সৌদি আরবের কনসু্যলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস। মৃতু্যর আগে খাশোগির গড়ে তোলা মানবাধিকার সংগঠন 'ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও' (ডন) এবং হাতিস চেঙ্গিসের পক্ষ থেকে দায়ের করা ওই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই ২০১৮ সালে সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ওই সাংবাদিককে হত্যা করা হয়। ওয়াশিংটন ডিসির আদালতে দায়ের করা ওই সিভিল মামলায় আরও ২০ জনকে আসামি করেছেন তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিস। খাশোগি হত্যাকান্ডের ফলে তিনি ব্যক্তিগতভাবে মানসিক আঘাত পেয়েছেন এবং আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন বলেও মামলায় অভিযোগ করেছেন। আর মানবাধিকার সংগঠন ডন বলেছে, প্রতিষ্ঠাতার মৃতু্যর ফলে তাদের কার্যক্রম দারুণভাবে বাধাগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। সংবাদসূত্র : বিবিসি