নাইজেরিয়া

জঙ্গি হামলায় বহু হতাহতের শঙ্কা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নাইজেরিয়ার উত্তর-পূবার্ঞ্চলীয় গুদুমবালি শহরে জঙ্গি হামলার ঘটনায় বহু লোকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার শহরটির দুই বাসিন্দা ও স্থানীয় নজরদারি কমিটির এক সদস্য এ শঙ্কা ব্যক্ত করেছেন। প্রত্যক্ষদশীর্রা জানিয়েছেন, শুক্রবার বোনোর্ রাজ্যের গুজামালা অঞ্চলের গুদুমবালিতে জঙ্গিরা হামলা চালায়। সামরিক বাহিনীর পোশাক পরা জঙ্গিরা নাইজেরীয় সেনা ও স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়। জঙ্গিদের গুলির মুখে বেসামরিকদের পাশাপাশি সেনারাও পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে নাইজেরীয় সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। মোহাম্মদ নামের শহরটির এক বাসিন্দা বলেছেন, ‘অনেক বেসামরিক প্রাণ হারিয়েছে, তবে কতজন হতাহত হয়েছে, সেই সংখ্যাটি এখনো জানতে পারিনি আমরা। হাজারো লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।’ সংবাদসূত্র : রয়টাসর্