সিরীয় সেনাদের সঙ্গে কুদিের্দর সংঘষের্ নিহত ১৮

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার উত্তর-পূবার্ঞ্চলীয় কামিশলি শহরে সিরীয় সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমথির্ত কুদির্ যোদ্ধাদের সংঘষের্ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কুদির্ বাহিনীগুলো। শনিবার সিরীয় সামরিক বাহিনীর একটি বহর শহরটির কেন্দ্রস্থলে প্রবেশের পর দুপক্ষের মধ্যে লড়াই বেধে যায়। সংবাদসূত্র : রয়টাসর্ কামিশলির ওই এলাকাটি তাদের নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করেছে কুদিের্দর ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীর অন্তভুর্ক্ত নিরাপত্তা বাহিনী। ‘আসায়িশ’ নামে পরিচিত ওয়াইপিজির ওই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘তারা আমাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে বেসামরিকদের গ্রেপ্তার করে এবং (সামরিক বাহিনীর) টহল দলের সদস্যরা আমাদের বাহিনীকে টাগের্ট করে।’ দুপক্ষের সংঘষের্ তাদের সাত যোদ্ধা ও সিরীয় সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কুদির্ বাহিনীগুলো। সিরিয়ার সরকারপন্থি সূত্রগুলো দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, বিমানবন্দরের দিকে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলা করে কুদির্ বাহিনীগুলো। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে।