এবার ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা বাতিল ট্রাম্পের

মাকির্ন সিদ্ধান্তে স্বাস্থ্যঝুঁকিতে পড়বে সাধারণ মানুষ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য দুই কোটি ৫০ লাখ ডলার অথর্ সহযোগিতা বাতিল করার নিদের্শ দিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মাকির্ন পররাষ্ট্র দপ্তরের কমকর্র্তারা এ তথ্য জানিয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের পূবর্ জেরুজালেম শহরের ছয়টি হাসপাতালকে এই আথির্ক সহযোগিতা দেয়া হতো। এই তহবিল অন্যখানে ব্যবহারের নিদের্শ দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের জন্য মাকির্ন সহায়তা পুনবিের্বচনা করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদসূত্র : রয়টাসর্, আল-জাজিরা চলতি বছরের প্রথম দিকে ট্রাম্প ফিলিস্তিনিদের দেয়া মাকির্ন সহায়তা পুনমূর্ল্যায়নের জন্য নিদের্শ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাথর্ ও করদাতাদের দেয়া অথর্ সঠিকভাবে মূল্যায়ন করেই ফিলিস্তিনিদের জন্য তহবিল ছাড় দেয়া হয়, তিনি কমর্কতাের্দর সেই নিদের্শনা দিয়েছিলেন। মাকির্ন পররাষ্ট্র দপ্তরের একজন কমর্কতার্ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনবিের্বচনা করার নিদের্শ দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তের আওতায় আড়াই কোটি ডলার সহযোগিতা বাতিল হচ্ছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের দেয়া নিদের্শনা অনুযায়ী, পুনবিের্বচনার পর পূবর্ জেরুজালেমের হাসপাতাল নেটওয়াকের্র জন্য বরাদ্দ করা প্রায় আড়াই কোটি ডলার ফিরিয়ে নেয়া হচ্ছে। ওই তহবিল অন্যখানে বেশি প্রাধান্য দেয়া কোনো প্রকল্পে স্থানান্তর করা হবে।’ এদিকে, মাকির্ন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, তাদের মুক্তি আন্দোলনকে থামিয়ে দেয়ার প্রচেষ্টা হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।