ট্রাম্পের অভিষেকের জনসমাগম বড় করে দেখানো হয়েছে

আরেক কেলেঙ্কারি

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আসল ছবি
জনসমাগমকে বড় দেখাতে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘সম্পাদনা’ করেছিলেন বলে তদন্ত কমর্কতাের্দর কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সরকারি এক আলোকচিত্রী। ২০১৭ সালে হওয়া এক তদন্তে এই স্বীকারোক্তির কথা উঠে এসেছিল বলে সম্প্রতি প্রকাশিত বেশ কিছু নথিতে নিশ্চিত হওয়া গেছে। সংবাদসূত্র : সিএনএন, রয়টাসর্ ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেকে উপস্থিত জনসাধারণের তুলনা করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাকর্ সাভির্স (এনপিএস) সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট শেয়ার করেছিল, আলোকচিত্রীর স্বীকারোক্তি তার ওপর নতুন করে আলো ফেলল। ওয়াশিংটনে অভিষেক অনুষ্ঠানের পর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে মনঃক্ষুণœ হয়েছিলেন। বলেছিলেন, মঞ্চ থেকে তিনি যত লোককে দেখেছেন, অনুষ্ঠানের ফুটেজে সেটা দৃশ্যমান হয়নি। এরপর এনপিএস অভিষেকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে, যেখানে অসংখ্য মানুষের উপস্থিতি বোঝানো হয়। ছবিগুলো সম্পাদনা করা হয়েছে বলে তখনই অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। গাডির্য়ান সবার আগে অভিষেকের ছবি নিয়ে মাকির্ন ইন্সপেক্টর জেনারেল কাযার্লয়ের স্বরাষ্ট্র বিভাগের তদন্তের নথির খবর প্রকাশ করে। এসব নথিতে আলোকচিত্রী ও বেশিরভাগ সরকারি কমর্কতাের্দর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। নথিতে বলা হয়, ট্রাম্প তার হোয়াইট হাউসের কাযার্লয়ে পুরোদমে কাজ শুরুর প্রথম দিনই এনপিএসের তখনকার ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল রেনল্ডসকে ডেকে পাঠান। ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে তিনি নতুন মাকির্ন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন বলে তদন্ত কমর্কতাের্দর জানিয়েছেন রেনল্ডস। কমর্কতার্রা তাদের লিখেছেন, প্রেসিডেন্ট তাকে অভিষেকের ছবি সরবরাহ করতে বলেন। তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ওই নিদের্শ বিভিন্ন বিভাগের কমীের্দর কাছে পেঁৗছে দেন রেনল্ডস। নিদের্শপ্রাপ্তদের মধ্যে কমিউনিকেশন বিভাগের নাম না জানা এক কমীর্ও ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ছবিগুলোতে জনসমাগমের ভিড় ও বেশি মানুষের উপস্থিতি দেখতে চেয়েছিলেন, নারী কমীর্ এমনটিই বুঝতে পেরেছিলেন বলে নথিতে উল্লেখ করেছেন কমর্কতার্রা। তদন্ত কমর্কতার্রা জানান, ‘গণমাধ্যমগুলো যেসব ছবি প্রকাশ করেছিল, সেসব ছবি ‘ওয়াইড অ্যাঙ্গেলে’র এবং এতে অনেক বেশি খালি জায়গা ছিল বলেও ওই নারী বলেছিলেন। হোয়াইট হাউস ওইসব ছবি ‘ক্রপ’ করে অনুষ্ঠানে বেশি লোকের উপস্থিতি দেখতে চেয়েছিল বলেও মনে হয়েছিল তার। রেনল্ডস এমন কিছু চাননি বলেও স্বীকার করেছেন তিনি।’ অভিষেক অনুষ্ঠানে কাজ করা অন্তত দুইজন আলোকচিত্রীর কাছে ছবির অতিরিক্ত ওই অনুরোধ পেঁৗছে দেয়া হয়। তাদের মধ্যে এক আলোকচিত্রী তদন্ত কমর্কতাের্দর বলেন, ট্রাম্প-রেনল্ডসের কথাবাতার্র ৩০ মিনিট পর তিনি কাযার্লয়ে এসে ছবিগুলো ‘ক্রপ’ করেন। ছবিগুলোর শেষাংশে যেখানে জনসাধারণের ভিড় শেষ হয়েছে, সে অংশটুকু ফেলে দেন বলেও জানান এই সরকারি আলোকচিত্রী। নথিতে কমর্কতর্র্ারা লেখেন, ‘অনেক বেশি মানুষ দেখা যাবে, এ জন্য তিনি এমনটা করেছিলেন বলে জানান আমাদের। তার কাছে এটাই চাওয়া হয়েছে বলেও মনে করেছিলেন তিনি।’