সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
লুইস আর্ক
লুইস আর্ক বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত যাযাদি ডেস্ক বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইস আর্ক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দেশটির ইলেক্টোরাল ট্রাইবু্যনাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহান্তের ভোটের এই ফল ঘোষণা করে। সব ভোট গণনা শেষে দেখা যায়, আর্ক ৫৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর্ক তার টুইটার অ্যাকাউন্টে বলেন, 'যথেষ্ট মর্যাদার সঙ্গে আমরা এই দায়িত্ব পেয়েছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো, দেশ পুনর্গঠন করা, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আশা জাগ্রত করা।' এর আগে সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা পরাজয় স্বীকার করে নেন, তিনি ২৯ শতাংশের কম ভোট পেয়েছেন, ডানপন্থি রক্ষণশীল লুইস ফার্নান্দো পেয়েছেন ১৪ শতাংশ ভোট। আর্ক (৫৭) প্রবাসী সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের অধীনে অর্থ ও অর্থনীতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এদিকে, দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ভেনেজুয়েলার একটি সরকারি বিমানে শুক্রবার রাতে কারাকাসের ফিরেছেন। মোরালেস গত ডিসেম্বর থেকে বুয়েনস এইরেসে নির্বাসনে ছিলেন। সংবাদসূত্র : এএফপি যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের আলাবামায় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই বিধ্বস্ত বিমানটির চালক। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আলাবামার ফোলি শহরের কাছে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর একটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে যাওয়া দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। এ ঘটনায় আবাসিক এলাকার কোনো বাসিন্দার হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদসূত্র : ডেইলি মেইল