৭৫ বছরে জাতিসংঘ

বাধা-বৈষম্য থাকলেও হাল না ছাড়ার অঙ্গীকার

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বজুড়ে শনিবার পালিত হয়েছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বিশ্বসংস্থাটি ৭৫ বছরে পদার্পণ করেছে। আজকের দিনে জাতিসংঘ দিবসের পাশাপাশি একই দিনে বিশ্ব উন্নয়ন তথ্য দিবসও পালন করা হয়। সংবাদসূত্র : রয়টার্স জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সাল থেকে প্রতি বছরের ২৪ অক্টোবর এ দিনটি বৈশ্বিকভাবে পালিত হয়। এবারের প্রতিপাদ্য, 'যেমন ভবিষ্যৎ চাই, যে জাতিসংঘ আমাদের প্রয়োজন। সবার প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রম্নতি পুনর্বিবেচনা।' এক বার্তায় মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈষম্য ও বাধা থাকলেও হাল না ছাড়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন। তিনি বলেন, 'কারণ আমরা বৈষম্য হ্রাস করতে জানি। আমাদের আশা, বিশ্বজুড়ে মানুষের সুযোগ ও শান্তি বৃদ্ধি পাবে।' জাতিসংঘের মহাসচিব গুতেরেস আয়োজিত 'কেমন ভবিষ্যৎ দেখতে চান', তা তাদের ফরমের মাধ্যমে জানানো যাবে। চলতি বছরের শুরুতে গুতেরেস বিশ্বব্যাপী এই কথোপকথন শুরু করেছিলেন, যাতে সবাই তাদের ভবিষ্যৎ নিয়ে আশা এবং আশঙ্কা উভয়ই জানাতে পারেন। এর ওপর ভিত্তি করে বিশ্বনেতারা উত্তর দেবেন। এই বিশাল ক্রিয়াকলাপটি জাতিসংঘের একটি উচ্চ-স্তরের বৈঠকের 'রাজনৈতিক ঘোষণা' ছিল। জলবায়ু কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনের দৃঢ়তা, মানবাধিকারের জন্য সংগ্রাম এবং শান্তি উপার্জনের জন্য পদক্ষেপের ক্ষেত্রে দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন গুতেরেস। তিনি বলেন, 'জাতিসংঘ দিবসে আমাদের অঙ্গীকার হলো, ভাঙা বিশ্বাস পুনর্র্নির্মাণ করা, আমাদের পৃথিবী নিরাপদ করা, জাতিসংঘ হিসেবে এক থাকার এবং সবার মর্যাদা অটুট রাখা।'