বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর বাকি ৮ দিন

বাইডেন বধে আক্রমণাত্মক ট্রাম্প

ভোটের আগ পর্যন্ত একদিনে পাঁচটি জনসভা করতে পারেন বলে ইঙ্গিত আগাম ভোট দিলেন ট্রাম্প
যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২০, ০০:০০
ভোট দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। আর তাই শেষ পর্যায়ের প্রচারণার মাধ্যমে বাইডেনের বিরুদ্ধে কিছুটা জায়গা করে নেওয়ার জন্য প্রধান 'ব্যাটেলগ্রাউন্ড' রাজ্যগুলো চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বাইডেন বধে আক্রমণাত্মক প্রচারণাও চালাচ্ছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, সিএনএন

নির্বাচনী প্রচারণা চালাতে রোববার নিউ হ্যাম্পশায়ারে যান ট্রাম্প। সেখানেও তিনি ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে তিনি অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

এখন পর্যন্ত জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতে ট্রাম্পের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলো; যেগুলো নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করে দিতে পারে, জনমত জরিপে সেগুলোতে দুই প্রার্থীর মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

তবে নিউ হ্যাম্পশায়ারকে শীর্ষপর্যায়ের ব্যাটেলগ্রাউন্ড রাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ২০১৬ সালে সেখানে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে প্রায় তিন হাজার ভোটে হেরেছিলেন ট্রাম্প। আর এবার অধিকাংশ জনমত জরিপে এখানে বাইডেন স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে আছেন।

জনগণের মনোভাব পরিবর্তন করে পরিস্থিতি নিজের পক্ষে আনার জন্য ট্রাম্পের হাতে সময় বেশি নেই। এরই মধ্যে পাঁচ কোটি ৬৫ লাখের বেশি ভোটার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা ডাকের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেছেন। আগাম ভোট পড়ার এই গতি অব্যাহত থাকলে এক শতাব্দির বেশি সময় পর এবার ভোট পড়ার হার সর্বোচ্চ হতে পারে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের 'ইলেকশন প্রজেক্ট'।

ভোট পড়ার এই হার ট্রাম্প ও বাইডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র মেলে ধরার পাশাপাশি নির্বাচনের দিন জনাকীর্ণ ভোটকেন্দ্র নিয়ে লোকজনের মধ্যে উদ্বেগও রয়েছে। কারণ করোনাভাইরাস মহামারির এই সময়ে ভোটকেন্দ্রের ভিড় এড়াতে চাইছেন তারা।

শনিবার নিজ রাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দেওয়ার পর ট্রাম্প নর্থ ক্যারোলাইনা, ওহিও ও উইসকনসিনে প্রচারণা চালিয়েছেন। এসব রাজ্যে তিনটি জনসভায় দেওয়া ভাষণে তিনি করোনাভাইরামস মহামারির সমাপ্তি দৃশ্যমান করার প্রতিশ্রম্নতি দিয়েছেন এবং বাইডেন আরও কোভিড-১৯ জনিত বিধিনিষেধের পক্ষ নিয়ে চাকরির বাজারকে হুমকির মুখে ফেলতে পারেন বলে হুঁশিয়ার করেছেন।

ওহিওতে ট্রাম্প বলেন, 'তার প্রচারণা শিবির ভালো করছে এবং তিনি জনমত জরিপের ফল নিয়ে উদ্বিগ্ন নন।' তিনি আরও বলেন, 'আমাদের হাতে ৮ দিন সময় আছে, আর কিছুই আমাকে উদ্বিগ্ন করে না।' রোববার নিউ হ্যাম্পশায়ারে গিয়ে ম্যানচেস্টার শহরে জনসভা করেন ট্রাম্প। নির্বাচনের আগ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের প্রচারণায় তিনি একদিনে পাঁচটি জনসভা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, বাইডেন শনিবার পেনসিলভেনিয়ায় দুটি জায়গায় প্রচারণা চালিয়েছেন। রোববার কোনো প্রচার সূচি রাখেননি তিনি। এ দিনটিতে সাবেক এই ভাইস প্রেসিডেন্ট সাধারণত গির্জায় যান। পেনসিলভেনিয়ায় প্রচারণাকালে ফের দেশের স্বাস্থ্য সংকটকে গুরুত্ব না দেওয়ার জন্য ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন এবং শীতের মাসগুলোতে মহামারির তীব্রতা ফের বাড়তে পারে বলে সতর্ক করেছেন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ট্রাম্পের নেওয়া উদ্যোগের উলেস্নখ করে তিনি বলেন, 'আমরা আমাদের পথ পরিবর্তন না করলে অন্ধকার শীতকালের দিকে এগিয়ে যাব।' বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারিতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই লাখ ২৪ হাজারের বেশি লোকের মৃতু্য হয়েছে এবং বেশ কয়েকটি ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে।

ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

এদিকে, নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় আগে ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের মার এ লাগোর কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন ট্রাম্প।

গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে এসেছিলেন। হোয়াইট হাউসে ফেরার টিকিট পেতে হলে ট্রাম্পকে কথিত 'ব্যাটলগ্রাউন্ড' বা 'দোদুল্যমান' রাজ্য ফ্লোরিডায় অবশ্যই জয় পেতে হবে।

নিজের ভোট দেওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি ট্রাম্প নামের এক ব্যক্তিকে ভোট দিয়েছি।' এর মাধ্যমে ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের আগে আগাম ভোট দেওয়া প্রায় পাঁচ কোটি ৪২ লাখ নাগরিকের সঙ্গে যোগ দিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116502 and publish = 1 order by id desc limit 3' at line 1