করোনা :টানা দ্বিতীয় দিন রেকর্ড শনাক্ত যুক্তরাষ্ট্রে

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
টানা দ্বিতীয় দিনের মতো শনিবার যুক্তরাষ্ট্রে রেকর্ড দৈনিক কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট থেকে শনিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৮৮ হাজার ৯৭৩ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। যা আগের দিনে একই সময়ে ছিল ৭৯ হাজার ৯৬৩। সংবাদসূত্র :রয়টার্স শীতের আগমনে ইউরোপের মতো যুক্তরাষ্ট্রেও করোনার সংক্রমণ বেড়ে গেছে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে এত মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। এখন তারা বলছেন, আগামীতে সংক্রমণ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশটিতে প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ৮৫ লাখ ৬৮ হাজার ৬২৫ জনের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। এরই মধ্যে দুই লাখ ২৪ হাজার ৭৫১ জন প্রাণ হারিয়েছে। ফেব্রম্নয়ারিতে তা পাঁচ লাখ হতে পারে বলেও আভাস দিচ্ছেন গবেষকরা।