ভেনেজুয়েলা

ব্যর্থ অভু্যত্থানের নেতা লোপেজ দেশ ছাড়লেন

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভেনেজুয়েলার সরকারবিরোধী 'অ্যাকটিভিস্ট' লিওপোলদো লোপেজ দেশ ছেড়েছেন। শনিবার কারাকাসে স্প্যানিশ রাষ্ট্রদূতের বাসভবন থেকে বের হয়ে ভিন দেশে পাড়ি জমান তিনি। ২০১৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক অভু্যত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর স্প্যানিশ রাষ্ট্রদূতের আশ্রয়ে ছিলেন তিনি। লোপেজের দল 'পপুলার উইল পার্টি' জানিয়েছে, বিদেশের মাটিতে বসেই কাজ চালিয়ে যাবেন তাদের নেতা। পারিবারিক সূত্র জানিয়েছেন, লোপেজ শুক্রবার সীমান্ত পাড়ি দিয়ে কলম্বিয়ায় চলে গেছেন। কয়েক বছর ধরেই সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কারাকাসের সাবেক মেয়র লিওপোলদো লোপেজ। আর তা করতে গিয়ে প্রায় সাত বছর ধরে কখনো কারাবাস, কখনো গৃহবন্দিত্ব, আবার কখনো বিদেশি দূতাবাসের আশ্রয়ে থাকতে হয়েছে ৪৯ বছর বয়সী এ নেতাকে। দেশ ছাড়ার পর শনিবার রাতে এক বিবৃতিতে লোপেজ বলেন, 'আমরা থেমে যাব না। সংবাদসূত্র : এএফপি