এরদোয়ানের মন্তব্য

ম্যাখোঁর মানসিক চিকিৎসা দরকার

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
এরদোয়ান ও ম্যাখোঁ -ফাইল ছবি
ইসলাম ধর্ম ও মুসলমানদের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর আচরণের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোয়ান। এক বিবৃতিতে এরদোয়ান বলেছেন, ম্যাখোঁর মানসিক চিকিৎসা করা দরকার। এদিকে, ম্যাখোঁকে উদ্দেশ্য করে বিরুপ মন্তব্য করায় ফ্রান্সে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত এবং কট্টরপন্থি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন ম্যাখোঁ। চলতি মাসের শুরুতে ম্যাখোঁ ইসলামকে সংকটাপন্ন ধর্ম হিসেবে মন্তব্য করেন এবং ফ্রান্সে ইসলামি বিচ্ছিন্নতাবাদ দমন করতে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন। ফ্রান্সের প্রায় ১০ শতাংশ নাগরিক মুসলমান, যা ইউরোপের অন্য যেকোনো দেশের মুসলমান জনসংখ্যার তুলনায় বেশি। সংবাদসূত্র : এএফপি