ফ্রান্সে গির্জায় ছুরিকাঘাতে তিন জন নিহত

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। ওই নারীর শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। নিস শহরের মেয়র এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলা শুরু হয় স্থানীয় সময় সকাল ৯টার দিকে। পুলিশ এলাকাটি দ্রম্নত ঘিরে ফেলে এবং হামলাকারীকে গ্রেপ্তার করেছে। নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি টুইটারে লিখেছেন, 'আমি তাদের (পুলিশ) সঙ্গে ঘটনাস্থলে আছি, আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নতর-দাম দে নিসের বাসিলিসার এই ঘটনার সবকিছু দেখে আমরা নিশ্চিত, এটা সন্ত্রাসী হামলা।' তিনি বলেন, হামলাকারী 'আলস্নাহু আকবর' বলে চিৎকার করছিল। গির্জার ভেতরে নিহতদের মধ্যে একজনকে গির্জারটির ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এস্ত্রোসি জানান, হামলাকারীকে আটক করার পরও সে 'আলস্নাহু আকবর' বলে চিৎকার করে যাচ্ছিল। সাংবাদিকদের তিনি বলেন, 'আটক করার সময় সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে পুলিশ, সে বেঁচে আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।' এস্ত্রোসি বলেন, 'অনেক হয়েছে। আমাদের অঞ্চল থেকে ইসলামো-ফ্যাসিবাদ মুছে ফেলার জন্য এবার শান্তির আইন থেকে ফ্রান্সের সরে আসার সময় হয়েছে।' ঘটনাস্থল এড়িয়ে চলতে প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিদ্রম্নপাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর পুরানো অফিসের বাইরে ১৮ বছর বয়সি এক তরুণ দুজনকে ছুরিকাঘাতের পর এই ঘটনা ঘটল। ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে, মহানবী (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় ওই ম্যাগাজিন ছিল তার লক্ষ্যবস্তু। চলতি মাসের শুরুতে স্যামুয়েল প্যাটি নামের এক ফরাসি ইতিহাসের শিক্ষক মতপ্রকাশের ক্লাসে মহানবীর কার্টুন প্রকাশ করেন। এরপর তাকে হত্যা করে ১৮ বছরের ওই তরুণ।