জাতিসংঘের তথ্য মাটির নিচে পরমাণু কেন্দ্র বানাচ্ছে ইরান

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মাটির নিচে আবারও পরমাণুকেন্দ্র (পস্নান্ট) তৈরি করছে ইরান। এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পরীক্ষা সংক্রান্ত সংস্থা। সংবাদসূত্র : ডয়চে ভেলে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) 'ডিরেক্টর জেনারেল' রাফায়েল গ্রসি বলেন, 'নতুন করে মাটির গভীরে পরমাণু পস্নান্ট তৈরির কাজ শুরু করেছে ইরান। তবে পরমাণু অস্ত্র তৈরির মতো পর্যাপ্ত ইউরেনিয়াম এখনো তাদের কাছে নেই।' পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে ইরান। ২০০২ সালে প্রথম স্যাটেলাইট ছবিতে ইরানের পরমাণু শক্তিকেন্দ্রের বিষয়টি ধরা পড়ে। পশ্চিমা বিশ্ব এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ২০০৩ সালে জাতিসংঘের প্রতিনিধিরা ইরানের পরমাণু চুলিস্ন দেখতে যান। তারা জানান, মাটি থেকে সাত দশমিক ছয় মিটার নিচে তৈরি করা হয়েছে ওই পরমাণুকেন্দ্র। বিমান হামলাতেও যাতে কেন্দ্রটির কোনো ক্ষতি না হয়, তার ব্যবস্থাও করা হয়েছে। গোটা এলাকাজুড়ে রাখা হয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে কারণে ২০১৫ সালে পরমাণু চুক্তির প্রস্তাব দেয় পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ একাধিক রাষ্ট্র চুক্তিতে ছিল। চুক্তি অনুযায়ী, শুধু তারা গবেষণা করতে পারবে।