করোনা মহামারি

রেকর্ড সংক্রমণ যুক্তরাষ্ট্রে

লকডাউন জারি করছে ইংল্যান্ড

প্রকাশ | ০১ নভেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র দুইদিন। এমন সময় দেশটিতে আবারও হুহু করে বাড়তে শুরু করেছে মহামারি করোনার বিস্তার। দেশটিতে শুক্রবার একদিনেই রেকর্ড এক লাখ ২৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি মার্কিন আইনপ্রণেতারাও চেষ্টা করছেন সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানোর। এদিকে, বিশ্বেও একদিনে রেকর্ড পাঁচ লাখ পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংবাদসূত্র : রয়টার্স, সিএনএন, এএফপি শুক্রবার দৈনিক শনাক্ত লাখ ছাড়ানোর আগের দিন বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রে ৯১ হাজারের বেশি রোগীর দেহে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব মিলেছিল। মহামারি শুরুর পর থেকে একদিনে এক লাখের বেশি রোগী আর কোনো দেশেই শনাক্ত হয়নি। সেপ্টেম্বরে ভারতে একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। শুক্রবারের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবেই আক্রান্তের মোট সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেল বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে দেখা যাচ্ছে। এ ছাড়া দেশটিতে মৃতু্যও দুই লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ফ্লু মৌসুমের মধ্যে সংক্রমণের এমন ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী ও মৃতু্য বাড়তেই থাকবে। এক সাক্ষাৎকারে দেশটির শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বলেন, ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র 'ভুল পথে হাঁটছে'। বাইডেন-ট্রাম্প মহারণের আগে ভাইরাসের এমন প্রাদুর্ভাব নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও ধারণা অনেকের। যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যে এখন সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। রাজ্যগুলোর মধ্যে যে কয়েকটির প্রাদুর্ভাব নিয়ে শঙ্কা সবচেয়ে বেশি, সেগুলোর হাতেই রয়েছে মঙ্গলবারের নির্বাচনে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তার চাবিকাঠি। 'ব্যাটলগ্রাউন্ড' খ্যাত উইসকনসিনে শুক্রবার ট্রাম্পের সমাবেশের কারণে সেখানকার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে যেতে পারে বলে সতর্ক করেছে অঞ্চলটির হাসপাতালগুলো। বেশ কয়েকটি হাসপাতাল তাদের যৌথ বিবৃতিতে বলেছে, 'অন্য যেকোনো সময়ের চেয়ে এখনই ভিড় এড়িয়ে চলা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে উইসকনসিনের গ্রিন বে-তে, যেখানে আমরা যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে দ্রম্নতগতিতে ভাইরাসের বিস্তৃতি দেখছি।' শুক্রবার এক টুইটবার্তায় ট্রাম্প ভাইরাস মোকাবিলায় তার প্রশাসনের প্রশংসা করে বলেন, বেশি শনাক্তকরণ পরীক্ষায় বেশি রোগী। আমাদের আছে সেরা শনাক্তকরণ পরীক্ষা। মৃতু্যও অনেক কমে গেছে।' লকডাউন জারি করছে ইংল্যান্ড এদিকে, পুরো ইংল্যান্ডে এক মাসের লকডাউন জারি করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই লকডাউন ক্রিসমাসের আগেই শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সোমবার নতুন করে 'স্টে অ্যাট হোম' বা 'ঘরে থাকার' নির্দেশনা আসতে পারে। নতুন বিধিনিষেধের আওতায় সব স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।