রাজীব হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের নিঃশতর্ মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়– মন্ত্রিসভা। মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্যপালের কাছে এই প্রস্তাব পাঠিয়েও দেয়া হয়েছে। সুপ্রিম কোটর্ এই সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপর ছেড়ে দেয়ার পর থেকেই জল্পনা চলছিল, এবার মুক্তি পেতে চলেছে রাজীবের হত্যাকারীরা। সংবাদসূত্র : এবিপি নিউজ রাজীবের হত্যাকারীদের মুক্তির দাবিতে এর আগেও একাধিকবার সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়– সরকার। এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে আটকে যায় রাজীব হত্যাকারীদের মুক্তি। ২০১৫ সালে তামিলনাড়ু সরকার রাজীব হত্যাকারীদের মুক্তির জন্য সুপ্রিম কোটের্র দ্বারস্থ হয়। কেন্দ্রের বক্তব্য, মামলাটি যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর হত্যা-সংক্রান্ত, তাই কঠোর পদক্ষেপ করা উচিত। এরপর ২০১৬ সালে আরেকবার তামিলনাড়– সরকার রাজীব হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত নেয়। তখনো সিদ্ধান্তের কড়া সমালোচনা করে কেন্দ্রের মোদি সরকার। সিদ্ধান্তের বিরোধিতা করে শীষর্ আদালতে তারা জানায়, রাজীব হত্যাকারীদের মুক্তি দিলে ভারতের ভাবমূতির্ ক্ষুণœ হবে। এবারও তামিলনাড়– সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় করবে কেন্দ্র। যদিও, রাজীব-পুত্র রাহুল গান্ধী আগেই জানিয়ে দিয়েছেন, তিনি ও তার পরিবার বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন।