প্যারিসে আবারও ছুরি হামলা, আহত ৭

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এবার এক ব্যক্তি ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে সাত জনকে আহত করেছে। আহতদের মধ্যে চার জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। সংবাদসূত্র : বিবিসি রোববার স্থানীয় সময় রাত ১১টার একটু আগে প্যারিসের উত্তর-পূবার্ংশে ১৯তম আরেঁাদিসমেঁর একটি খালের পাড়ে হামলার এ ঘটনাটি ঘটেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে আফগানিস্তানের নাগরিক হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি যাদের হামলা করেছে, তারা সবাই তার অপরিচিত। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা মনে করার মতো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে কয়েকটি সূত্র। আহতদের মধ্যে দুজন ব্রিটিশ পযর্টক আছেন বলে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য, প্যারিসে বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এরমধ্যে বড় ধরনের হামলার ঘটনাও রয়েছে কয়েকটি। ২০১৫ সালের ১৩ নভেম্বর সেখানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত এবং ৩৫০ জনের বেশি আহত হয়।