রাজনৈতিক অচলাবস্থার মুখে সুইডেন

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সাধারণ নিবার্চনে প্রধান দুটি রাজনৈতিক জোটের প্রায় একই ধরনের ফল ও চরম ডানপন্থি জাতীয়তাবাদী দলের উত্থানের মধ্যে দিয়ে সুইডেন একটি ঝুলন্ত পালাের্মন্টের দিকে এগিয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ রোববারের এ নিবার্চনে সুইডেনের ভোটারদের মধ্যে ডানপন্থি দল বিজয়ী হলেও সরকার গঠনের মতো ম্যাজিক ফিগার পায়নি। প্রায় সব ভোট গণনার পর দেখা গেছে ক্ষমতাসীন মধ্য-বাম সোশ্যাল ডেমোক্রেট ও গ্রিন পাটির্ এবং তাদের বাম দলীয় পালাের্মন্টারি মিত্ররা ৪০ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে; অপরদিকে সরকারবিরোধী চার দলীয় মধ্য-ডান জোট পেয়েছে ৪০ দশমিক তিন শতাংশ ভোট।