তালেবানের হামলায় আফগানিস্তানে নিহত ৬০ সেনা

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানের বিভিন্ন এলকায় পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ৬০ সদস্যকে হত্যা করেছে তালেবান। এছাড়া প্রাণ হারিয়েছে ৩৯ জন তালেবান। দেশটির চার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। সংবাদসূত্র : দ্য হিন্দু ‘সারে পুল’ প্রদেশের গভনর্র জহির ওয়াহদাত জানিয়েছেন, তালেবান জঙ্গিরা সোমবার প্রাদেশিক রাজধানীর কাছে একটি সেনা চেকপয়েন্টে হানা দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলে ১৭ সেনা নিহত হন। সে সময় আফগান বিমান বাহিনী তালেবান জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালালে ৩৯ তালেবান সদস্য নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া পাশ্বর্বতীর্ জুজজান প্রদেশের একটি ‘খাম আব’ জেলার একটি সেনাঘঁাটিতে তালেবানি হামলায় আট সেনা নিহত হয়, আহত হয় আরও ১৩ জন। জুজজানের পাশ্বর্বতীর্ সামানগান প্রদেশের ‘দারে সুফ’ জেলার দু’টি পুলিশ চেকপোস্টে তালেবান জঙ্গিদের আলাদা হামলায় ১৪ পুলিশ কমর্কতার্ নিহত হয়েছে। এছাড়া, কুন্দুজ প্রদেশের ‘দাশতে আরচি’ জেলায় কয়েকটি পৃথক হামলায় ১৯ পুলিশ কমর্কতার্ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। গত মাসে গজনি শহরে তালেবান হামলার ফলে সৃষ্ট সংঘষের্ শত শত মানুষ নিহত হয়।