ভারতে ৫ বুদ্ধিজীবীকে গৃহবন্দি রাখার সময় বাড়ল

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার পঁাচ বুদ্ধিজীবী ও মানবাধিকারকমীের্ক গৃহবন্দি রাখার সময় ১৭ সেপ্টেম্বর পযর্ন্ত বাড়িয়েছে দেশটির সবোর্চ্চ আদালত। সেদিন তাদের মুক্তি চেয়ে করা একটি পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবে। এই গ্রেপ্তারের বিষয়টি চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করেছিলেন ইতিহাসবিদ রমিলা থাপারসহ পঁাচজন। সংবাদসূত্র : এনডিটিভি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যোগ এবং মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে গত ২৮ আগস্ট পঁাচ সমাজকমীের্ক গ্রেপ্তার করে পুনে পুলিশ। ভারতের রাজনৈতিক মহলে তারা প্রত্যেকেই সুপরিচিত। তাদের মধ্যে কয়েকজনকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরের দিন ভারতের সুপ্রিম কোটর্ নিদের্শ দেয়, এই পঁাচ বামপন্থি বুদ্ধিজীবীকে পুলিশ হেফাজতে নয় বরং বাড়িতে নজরবন্দি রাখতে হবে। তাদের সবাইকে ‘আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’-এর (ইউএপিএ) আওতায় গ্রেপ্তার করা হয়েছে।