ব্রাজিলের প্রেসিডেন্ট নিবার্চন

সরে দঁাড়ালেন লুলা, সমথর্ন ‘রানিংমেট’ হাদ্দাদকে

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা আগামী মাসের প্রেসিডেন্ট নিবার্চন থেকে সরে দঁাড়ানোর ঘোষণা দিয়েছেন। তার বদলে ‘রানিংমেট’ ফানাের্ন্দা হাদ্দাদকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী করতে সমথর্কদের প্রতি আহŸান জানিয়েছেন ব্রাজিলে তুমুল জনপ্রিয় এ বামপন্থি রাজনীতিক। মঙ্গলবার দেশটির ওয়াকার্সর্ পাটির্র নেতা গেøইসি হফম্যান পুলিশ সদরদপ্তরের বাইরে লুলার সরে দঁাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। সংবাদসূত্র : বিবিসি দুনীির্তর দায়ে সাজাপ্রাপ্ত ৭২ বছর বয়সী লুলা এই পুলিশ সদরদপ্তরেই ১২ বছরের দÐ ভোগ করছেন। সাবেক এ প্রেসিডেন্ট অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করে আসছেন। অক্টোবরের নিবার্চনে অংশ নিতে না দেয়ার পরিকল্পনার অংশ হিসেবেই তাকে মিথ্যা মামলায় সাজা দেয়ার চক্রান্ত চলছে বলে রায়ের আগে অভিযোগ করেছিলেন সাবেক এই ট্রেড ইউনিয়ন নেতা। সপ্তাহ দুয়েক আগে ব্রাজিলের সাংবিধানিক আদালত ‘দÐিত লুলা নিবার্চনে দঁাড়াতে পারবেন না’ বলে রায় দিয়েছিল। সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা আপিল করেও সিদ্ধান্তটির বদল ঘটাতে পারেননি। নিবার্চনী প্রচারে কট্টর ডানপন্থি রাজনীতিক জাইর বোলসোনারোর ছুরিকাহত হওয়ার কয়েকদিনের মাথায় নিজের প্রাথির্তা প্রত্যাহারের এই ঘোষণা দিলেন লুলা। হামলার পর থেকে ৬৩ বছর বয়সী বোলসোনারোর জনপ্রিয়তা বাড়ছে বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে। ৭ অক্টোবর প্রথম দফার নিবার্চনেও তিনিই শীষর্স্থান পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও ওয়াকার্সর্ পাটির্র আশা, দ্বিতীয় দফার ভোটে তাদের প্রাথীর্ হাদ্দাদই বাজিমাত করবেন। জেলখানা থেকে সমথর্কদের উদ্দেশে লেখা এক চিঠিতে নিজের প্রাথির্তা তুলে নেয়ার সিদ্ধান্তের কথা জানান লুলা। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের বাইরে সেটি পড়ে শোনান হফম্যান। লুলাকে গ্রেপ্তারের প্রতিবাদস্বরূপ এই সদরদপ্তরের বাইরেই পঁাচ মাস ধরে তার অসংখ্য সমথর্ক অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। চিঠিতে ২০০৩ থেকে ২০১০ সাল পযর্ন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা লুলা সমথর্কদের প্রতি হাদ্দাদকে জয়ী করতে সবার্ত্মক চেষ্টারও আহŸান জানান। লুলার মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা হাদ্দাদ ২০১৩ থেকে ২০১৭ পযর্ন্ত ব্রাজিলের সবচেয়ে ঘনবসতিপূণর্ শহর সাও পাওলোর মেয়রও ছিলেন। ওয়াকার্সর্ পাটির্ এবারের নিবার্চনে লুলাকে প্রেসিডেন্ট প্রাথীর্ করলে, ৭২ বছর বয়সী রাজনীতিক নিজেই হাদ্দাদকে ভাইস প্রেসিডেন্ট প্রাথীর্ হিসেবে বেছে নিয়েছিলেন। লুলার সিদ্ধান্তের পর থেকে ওয়াকার্সর্ পাটির্ ‘হাদ্দাদই লুলা’ ¯েøাগান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। জরিপ সংস্থা ‘আইবিওপিই’র সবের্শষ হিসাবেও ৫৫ বছর বয়সী হাদ্দাদের জনপ্রিয়তার পারদ ঊধ্বর্মুখী বলে দেখানো হয়েছে। ২৮ শতাংশ জসমথর্ন নিয়ে বোলসোনারোই এখনো এগিয়ে আছেন বলে জানিয়েছে তারা। পযের্বক্ষকরা বলছেন, অক্টোবরের প্রথম সপ্তাহের ভোটে কট্টর ডানপন্থি বোলসোনারোই শীষের্ থাকবেন। লুলার ভাবমূতিের্ক কাজে লাগাতে পারলে দ্বিতীয় দফার ভোটে হাদ্দাদ সোশ্যাল লিবারেল পাটির্র প্রাথীের্ক ছাড়িয়ে যাবেন বলেও ধারণা তাদের।