শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুনর্গণনায় ভোট বাড়ল ট্রাম্পের জর্জিয়ায় জয়ী বাইডেনই

ভোট পুনর্গণনাকে ভুয়া বলে মন্তব্য ট্রাম্পের
যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২১ নভেম্বর ২০২০, ১০:২৩
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের অন্যতম নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়বার গণনাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রায় দেড় হাজার ভোট বেড়েছে। তবে অঙ্গরাজ্যটির নির্বাচনে ব্যাপক জালিয়াতি বা ভোট কারচুপির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদসূত্র : সিএনএন, রয়টার্স, পার্স টুডে জর্জিয়ার 'সেক্রেটারি অব স্টেট' কার্যালয় জানিয়েছে, পুনর্গণনা শেষে ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। এতে আগের ফলের চেয়ে ডেমোক্রেট শিবিরের কিছু ভোট কমেছে, বেড়েছে রিপাবলিকানদের। পুনর্গণনায় আগে বাদ পড়া প্রায় পাঁচ হাজার ৮০০ ভোট খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে ট্রাম্পের ঝুলিতে পড়েছে এক হাজার ৪০০টির বেশি ভোট। স্থানীয় কর্মকর্তারা এ ঘটনাকে দুর্ঘটনাজনিত মানুষের ভুল হিসেবে উলেস্নখ করেছেন। তবে এটি ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ নয় বলে দাবি করেছেন তারা। মার্কিন অঙ্গরাজ্যটির 'সেক্রেটারি অব স্টেট' ব্র্যাডর্ যাফেন্সপারগার এক বিবৃতিতে বলেন, জর্জিয়ার ঐতিহাসিক প্রথম রাজ্যব্যাপী নিরীক্ষা নিশ্চিত করেছে, নতুন সুরক্ষিত পদ্ধতিতে কাগজের ব্যালটে ভোট সঠিকভাবে গণনা করা হয়েছে এবং ফল প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, 'এটি আমাদের কাউন্টি এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের কৃতিত্ব, যারা খুব অল্প সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করতে দ্রম্নত এগিয়ে গিয়েছিলেন।' স্থানীয় আইন অনুসারে শুক্রবারের মধ্যেই জর্জিয়াকে ভোটের ফল জানাতে হতো। জর্জিয়ায় জয় প্রসঙ্গে বাইডেনের প্রচারণা দলের যোগাযোগ কর্মকর্তা জ্যাকলিন রথেনবার্গ এক বিবৃতিতে বলেন, 'ভোট পুনর্গণনা শুধু এটাই নিশ্চিত করেছে, যা আমরা এরই মধ্যে জানি- জর্জিয়ার ভোটাররা জো বাইডেনকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।' তিনি বলেন, 'জনগণের সেবার চূড়ান্ত রূপ হিসেবে এই পুনর্গণনা সম্পন্ন করতে অভূতপূর্ব পরিস্থিতিতে অতিরিক্ত সময় কাজ করায় আমরা নির্বাচনী কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞ।' তবে জর্জিয়ায় পরাজয় এখনো স্বীকার করতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটারে রাজ্যটির ভোট পুনর্গণনাকে ভুয়া বলে মন্তব্য করেছেন। নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছেন ট্রাম্প :বাইডেন এদিকে জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছেন। ডেলওয়ারে অঙ্গরাজ্যে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, 'আমি নিশ্চিত, ট্রাম্প নিজেও জানেন তিনি জেতেননি, জিততে পারবেন না এবং ২০ জানুয়ারি আমরা শপথ নিতে যাচ্ছি।' জেনেবুঝেও ট্রাম্প গোটা বিশ্বের কাছে মার্কিন গণতন্ত্র সম্পর্কে ক্ষতিকর বার্তা তুলে ধরছেন বলে জানান বাইডেন। জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার পরও ফলে কোনো পরিবর্তন আসেনি বলে স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করার একই সময় বাইডেনের এ মন্তব্য প্রকাশিত হলো। বাইডেন বলেন, ট্রাম্পের পুরো আচরণ যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। ট্রাম্প যা করছেন, তা বিশ্বাস করা কঠিন হয়ে উঠেছে বলেও উলেস্নখ করেছেন তিনি। এদিকে, ট্রাম্প শিবির নির্বাচনের ফল পাল্টে দিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। ট্রাম্প মিশিগানের আইনপ্রণেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে