বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ওবামা প্রশাসনের সংস্করণ

মন্ত্রিসভার ৬ সদস্যের নাম ঘোষণা বাইডেনের

হ যুক্তরাষ্ট্রকে সঠিক রাস্তায় ফেরাতে ফিরছি :কেরি
যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২০, ০০:০০
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে তার সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। পর্যবেক্ষকরা একে ওবামা প্রশাসনের বাইডেন সংস্করণ বলছেন। সংবাদসূত্র : রয়টার্স, আল-জাজিরা

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। উলেস্নখ্য, নির্বাচনী প্রচারাভিযানের সময় বাইডেন প্রতিশ্রম্নতি দিয়েছিলেন, ক্ষমতা হাতে পাওয়ার প্রথমদিনই যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন তিনি।

এছাড়া ওবামা আমলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্ননকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। বিস্ননকেন ও সুলিভান দু'জনই ২০১৫ সালে জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

জো বাইডেনের মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন- অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বাইডেন তার মন্ত্রিসভার ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, 'আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই, যারা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন। যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।'

যুক্তরাষ্ট্রকে সঠিক রাস্তায় ফেরাতে

সরকারে ফিরছি : জন কেরি

এদিকে, ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তির দর কষাকষিতে সহায়তা করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বের করে নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষরও করেন কেরি। এবার দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু দূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এক টুইট বার্তায় কেরি বলেন, 'যুক্তরাষ্ট্রকে সঠিক পথে ফেরাতে আবারও সরকারে ফিরছি আমি।'

জলবায়ু পরিবর্তনজনিত হুমকি কমাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রম্নতি দিয়ে ২০১৫ সালে স্বাক্ষর হয় প্যারিস জলবায়ু চুক্তি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই চুক্তি স্বাক্ষরের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জন কেরি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গেলে ট্রাম্পের জলবায়ু নীতির কঠোর সমালোচক হয়ে ওঠেন কেরি। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ওই চুক্তিতে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এক টুইট বার্তায় জন কেরি বলেন, 'প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এর পরবর্তী সবকিছু মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সঠিক পথে ফেরাতে আমি সরকারে ফিরছি। জলবায়ু সংকট সবার সম্মিলিত প্রচেষ্টার চেয়ে কম কিছু দাবি করে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে