'ভ্যাকসিন দৌড়ে দরিদ্রদের পদদলিত করা উচিত নয়'

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসাস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা ভ্যাকসিনের দৌড়ে বিশ্বের সবচেয়ে দরিদ্র এবং ঝুঁকিতে থাকা মানুষদের করোনা ভ্যাকসিনের দৌড়ে পদদলিত করা উচিত হবে না। সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমনটি বলেন। গেব্রেইয়েসাস বলেন, প্রত্যেক সরকার চায়, তাদের জনগণকে রক্ষার জন্য সঠিকভাবে সবকিছু করতে। তবে এখন একটি সত্যিকারের যে ঝুঁকিটি তৈরি হয়েছে, সেটি হলো ভ্যাকসিনের দৌড়ে সবচেয়ে দরিদ্র এবং ঝুঁকিতে থাকা মানুষরা করোনা ভ্যাকসিনের দৌড়ে পদদলিত হতে পারে। বিশ্বে এ পর্যন্ত চারটি করোনার ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল দেখিয়েছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৭০ শতাংশের বেশি কার্যকর। এই ভ্যাকসিন ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের চেয়েও মজুত এবং পরিবহণ করা সহজ বলে জানিয়েছে অক্সফোর্ড। সংবাদসূত্র : এএফপি