সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কিম জং-উন
পিয়ংইয়ং লকডাউনের নির্দেশ কিমের \হযাযাদি ডেস্ক করোনার বিস্তার রোধে রাজধানী পিয়ংইয়ং লকডাউনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা 'এনআইএস'র বরাত দিয়ে দেশটির এক রাজনীতিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পিয়ংইয়ং লকডাউনের পাশাপাশি সাগরে মাছ ধরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া অন্তত দুজনকে মৃতু্যদন্ড দেওয়া হয়েছে। হা তায়ে-কিয়াং নামের ওই রাজনীতিক জানিয়েছেন, করোনা মহামারি এবং অর্থনীতিতে এর প্রভাবের ব্যাপারে কিম 'অত্যন্ত ক্রুদ্ধ' এবং তিনি 'অযৌক্তিক পদক্ষেপ' নিচ্ছেন। তিনি জানান, মুদ্রার বিনিময় হার পতনের অভিযোগে গত মাসে এক শীর্ষ বিদেশি মুদ্রা বিক্রেতাকে মৃতু্যদন্ড দিয়েছে পিয়ংইয়ং। এছাড়া বিদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় আরেক শীর্ষ কর্মকর্তাকেও মৃতু্যদন্ড দেওয়া হয়েছে। সংবাদসূত্র :রয়টার্স টিকার তথ্য হ্যাকিংয়ের চেষ্টা উত্তর কোরিয়ার \হযাযাদি ডেস্ক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উন্নয়নের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে উত্তর কোরিয়ার সন্দেহভাজন হ্যাকাররা। বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন দুই ব্যক্তি এ তথ্য দিয়েছেন। সূত্র জানিয়েছেন, হ্যাকাররা নিয়োগকর্তা সেজে নেটওয়ার্কিং সাইট লিংকডিন ও হোয়াটস্যাঅ্যাপের মাধ্যমে আস্ট্রাজেনেকার কর্মীদের ভুয়া চাকরির প্রস্তাব দিয়েছিল। এরপরই তারা কর্মীদের কাছে চাকরির বিবরণসংবলিত ই-মেইল পাঠায়। ওই বিবরণে কিছু কোড রাখা হয়, যা খুললেই সংশ্লিষ্ট ব্যক্তির কম্পিউটারে প্রবেশের সুযোগ করে নিচ্ছে হ্যাকাররা। ওই দুই সূত্র আরও জানিয়েছেন, বিপুলসংখ্যক মানুষের কাছে এই চাকরির প্রস্তাব পাঠানো হয়েছে, যাদের মধ্যে কোভিড-১৯ গবেষণায় নিয়োজিত কর্মীরা রয়েছেন। তবে হ্যাকারদের এই প্রচেষ্টা সফল হয়নি। জেনেভায় জাতিসংঘ মিশনে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। অবশ্য এর আগেও বিভিন্ন সময় সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছিল পিয়ংইয়ং। করোনার টিকা উন্নয়নে বিশ্বের যে কটি প্রতিষ্ঠান সামনের সারিতে রয়েছে, তাদের অন্যতম আস্ট্রাজেনেকা। সংবাদসূত্র :রয়টার্স বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার! \হযাযাদি ডেস্ক বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছেন নবদম্পতি। অতিথিরা আসছেন, দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ আশীর্বাদ করছেন, আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে অবাক করার ঘটনা ঘটল তখনই, যখন একজন বরের হাতে তুলে দিলেন একে-৪৭। না, কাউকে খুন করতে বা আঘাত করতে নয়। বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেওয়া হয়েছে। শুনতে অবাক লাগলেও এমনটা কিন্তু সত্যিই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও দেশটির ঠিক কোনো জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎই এক নারী বরের হাতে তুলে দেন একে-৪৭ রাইফেল। তবে বিস্ময়ের বিষয় হলো, এতে বর বা কনে কেউই অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে নেটিজেনদের অনেকেরই ধারণা, ওই নারী নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। তারও পরিচয় জানা যায়নি। সংবাদসূত্র :ইনডিয়ান এক্সপ্রেস মাটির নিচে 'হীরক ভান্ডারের' সন্ধান! \হযাযাদি ডেস্ক উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ডের প্রত্যন্ত গ্রামে হঠাৎ 'হীরক ভান্ডারের' সন্ধান পাওয়া গেছে। মাটি খুঁড়লেই উঠে আসছে হীরার টুকরা। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই দলে দলে গুপ্তধন সন্ধানীরা ভিড় করছেন ওয়ানচিং গ্রামে। চলতি সপ্তাহের গোড়ায় নাগাল্যান্ডের মন জেলার এই গ্রামে টিলার ওপরের জঙ্গল পরিষ্কার করার সময় মাটির নিচে বেশকিছু স্ফটিকের টুকরো খুঁজে পান কয়েকজন গ্রামবাসী। তাদের মুখ থেকে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। সবাই ধরে নেন, ওই স্ফটিক নির্ঘাত হীরা। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় ওই গ্রামে। সবাই কোদাল-বেলচা-গাঁইতি কাঁধে পৌঁছে যান টিলার ওপরের জঙ্গলে। শুরু হয় মাটি খুঁড়ে গুপ্তধন উদ্ধারের চেষ্টা। মন জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, মাটির তলা থেকে উদ্ধার হওয়া স্ফটিক আদৌ হীরা কি-না, তাই নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তবে হীরা না হলেও স্ফটিকগুলো কোয়ার্টজ জাতীয় পাথরের ভগ্নাবশেষ বলে তিনি মনে করছেন। বিভিন্ন কাজে সহায়ক হওয়ায় তার মূল্যও কম নয় বলে তার দাবি। সংবাদসূত্র :হিন্দুস্তান টাইমস