সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বিরোধী দল হিসেবেও ব্যথর্ কংগ্রেস :মোদি যাযাদি ডেস্ক ভারতের একাধিক রাজ্যের বিধানসভা ভোটের আগে বিভিন্ন ইস্যুতে যখন অস্বস্তিতে রয়েছে বিজেপি, তখন নতুন নতুন ইস্যু পেয়ে মাঠ গরম করছে বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে বিরোধীদের সামাল দিতে মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের বিরোধিতাকে আমল না দিয়ে তিনি জানান, ২০১৪ সালের লোকসভা ভোটের পর বিরোধী দলের ভ‚মিকা পালনে ব্যথর্ হয়েছে দলটি। বৃহস্পতিবার রাজস্থানের একটি জনসভায় দলীয় কমীের্দর উদ্দেশে বলেন, ‘গত চার বছরে কংগ্রেস ও বিরোধীদের আসল মুখ সামনে এসেছে। অপশাসন, অপদাথর্তা ও দুনীির্তর পাকে জড়িততদের জনগণ ছুড়ে ফেলে দিয়েছে। এখন বিরোধী দলের ভ‚মিকা পালনেও ব্যথর্ হয়েছে ওরা।’ এরপরই আক্রমণের তীর গান্ধী পরিবারের দিকে ছুড়ে জানান, শতাব্দী প্রাচীন একটি দলের কমীের্দর পরিশ্রমের সুফল ভোগ করছে একটি পরিবার। তিনি বলেন, ‘এই দলের জন্য অনেকে নিরলস পরিশ্রম, সংঘষর্ করে জীবন পযর্ন্ত দিয়েছে। কিন্তু তাদের পরিশ্রমের সুফল পেয়েছে একটি মাত্র পরিবার। অনেক গুণী ব্যক্তিত্বকে ত্যাগ স্বীকার করতে হয়েছে শুধুমাত্র একটি পরিবারের উন্নতির জন্য।’ সংবাদসূত্র : কে-২৪ নিউজ হিন্দু মন্দিরে পশু বলি নিষিদ্ধ শ্রীলংকায় যাযাদি ডেস্ক হিন্দু মন্দিরে ধমীর্য় আচারের অংশ হিসেবে পশু বা পাখি বলি দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা সরকার। দেশটির সরকারের একজন মুখপাত্র জানান, এ বিষয়ে ধমর্ মন্ত্রণালয়ের আনা একটি প্রস্তাব বুধবার অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। হিন্দুদের অধিকাংশ উদারপন্থি সংগঠন সরকারের এই সিদ্ধান্তে সমথর্ন দিয়েছে বলেও দাবি করেছেন ওই কমর্কতার্। দেবতার প্রতি নৈবদ্য হিসেবে মন্দিরে পঁাঠা, ষঁাড় বা মোরগ বলি দেয়া সনাতন ধমের্র রীতি। কিন্তু বৌদ্ধপ্রধান শ্রীলংকায় প্রাণী হত্যার এই আচার নিয়ে অসন্তোষ দীঘির্দনের। বৌদ্ধদের বিভিন্ন সংগঠন ও প্রাণী অধিকার আন্দোলনের কমীর্রা হিন্দু উৎসবে পশু বলি ও মুসলমানদের কোরবানি বন্ধের দাবিতে দীঘির্দন ধরে আন্দোলন চালিয়ে আসছে। সংবাদসূত্র : বিবিসি দুবর্ল হয়ে পড়েছে হারিকেন ফ্লোরেন্স যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের পূবর্ উপক‚লের দিকে এগিয়ে যেতে থাকা ‘ফ্লোরেন্স’ দুবর্ল হয়ে দুই মাত্রার হারিকেনে পরিণত হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হারিকেন সেন্টার’ (এনএইচসি) এ কথা জানিয়েছে। এরপরও হারিকেনটির প্রভাবে প্রাণঘাতী জলোচ্ছ¡াস ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতকর্ করা হয়েছে। ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত আবহাওয়া পূবার্ভাস কেন্দ্রটি (এনএইচসি) জানিয়েছে, ঘণ্টায় সবোর্চ্চ ১৭৫ কিলোমিটার বাতাগের বেগ নিয়ে ফ্লোরেন্স সাউথ ক্যারোলিনার মাটর্ল বিচ থেকে ৫২০ কিলোমিটার পূবর্-দক্ষিণ-পূবের্ রয়েছে। ঘূণির্ঝড়টি উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। এর আগে দেশটির আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল, ফ্লোরেন্স কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূণির্ঝড় হতে পারে। সংবাদসূত্র : রয়টাসর্ অনলাইন স্যুপে মরা ইঁদুর চীনা রেস্তোরঁার ১৯ কোটি ডলার লোকসান যাযাদি ডেস্ক একটি জনপ্রিয় চীনা রেস্তোরঁায় খেতে গিয়ে স্যুপে মরা ইঁদুর পেয়েছেন এক অন্তঃসত্ত¡া নারী। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর বাজার দরে ১৯ কোটি ডলার লোকসানের শিকার হয়েছে রেস্তোরঁাটি। ওই অন্তঃসত্ত¡া নারী তার স্যুপে মরা ইঁদুর থাকার ছবি তুলে তা অনলাইনে শেয়ার করে দেন। এরপর শিয়াবু শিয়াবু রেস্টুরেন্টের ‘স্টক’ গত এক বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায়। রেস্তোরঁাটি চীনের শানদং প্রদেশে অবস্থিত। এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যম অনুসারে, ওই নারীকে ক্ষতিপূরণ হিসেবে ৫৫৯ ডলার পরিশোধ করার প্রস্তাব রেখেছে রেস্তোরঁাটি। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ‘কানকান নিউজ’ অনুসারে, স্যুপে মরা ইঁদুর পাওয়া নারীর স্বামী বলেছেন, তিনি ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ক্ষতিপূরণ গ্রহণের আগে তার স্ত্রীর শরীর পরীক্ষা করাতে চান। এরপর তিনি ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কারণ স্যুপে মরা ইঁদুর আছে, এটা বোঝার আগেই সেখান থেকে অল্প একটু স্যুপ খেয়ে ফেলেছিলেন ওই নারী। তার স্বামী অভিযোগ করেছেন, রেস্তোরঁার একজন কমীর্ তাদের পরামশর্ দিয়েছেন, তারা যদি শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকে, তাহলে তারা গভর্পাত করাতে পারেন। এজন্য তাদেরকে ২০ হাজার ইউয়ান দেয়ার প্রস্তাবও রাখা হয়েছিল। সংবাদসূত্র : বিবিসি