সৌদি আরবকে ৪০০ লেজার বোমা সরবরাহ করছে স্পেন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকার পরও সৌদি আরবের কাছে ৪০০ লেজার নিয়ন্ত্রিত বোমা বিক্রি করবে স্পেন। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল এই ঘোষণা দিয়েছেন। এর আগে ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই বিক্রয় চুক্তি স্থগিত করেছিল স্পেন। সংবাদসূত্র : রয়টাসর্, বিবিসি বোরেল অন্ডা ‘সেরো রেডিও’কে বৃহস্পতিবার বলেন, আগের সরকারের আমলে স্বাক্ষরিত ২০১৫ সাল থেকে চলমান একটি চুক্তিকে সম্মান দেখাতে এসব বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, সরকারের কয়েকটি মন্ত্রণালয় বেশ কয়েক সপ্তাহ ধরে এই ইস্যু নিয়ে কাজ করেছে এবং অস্ত্র বিক্রি অনুমোদনকারী কমিশন তিনবার চুক্তিটি পযাের্লাচনা করে দেখেছে। কিন্তু চুক্তি বাতিল করার কোনো কারণ পাওয়া যায়নি। জাতিসংঘের হিসাবে, ইয়েমেন যুদ্ধে এ পযর্ন্ত প্রাণ হারিয়েছে প্রায় ১০ হাজার মানুষ। দুভিের্ক্ষর দ্বারপ্রান্তে রয়েছে প্রায় ৮৪ লাখ মানুষ। এসব মানুষের দুভোের্গর জন্য আন্তজাির্তক মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবের কাছে পশ্চিমা দেশগুলোর অস্ত্র বিক্রিকে দায়ী করে থাকে। গত মাসে ইয়েমেনের এক স্কুল বাসে সৌদি আরবের বিমান হামলায় ৪০ জনের বেশি শিশু নিহত হলে বিশ্বজুড়ে নতুন করে সমালোচনা শুরু হয়।