অবরোধ :ইসরাইলকে জাতিসংঘের হুশিয়ারি

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের গাজার ওপর এক দশকের বেশি সময় ধরে অথৈর্নতিক অবরোধে যে বিপযর্য়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইসরাইলকে হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ। বিশ্বসংস্থার উন্নয়নবিষয়ক সংস্থা আংটাডের উপপ্রধান ইসাবেলা ডুরান্ট বুধবার বলেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে ওঠছে। সংবাদসূত্র : রয়টাসর্ জাতিসংঘের এই সংস্থা তাদের বাষির্ক প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনি ভ‚খÐে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে ২৭ ভাগে দঁাড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার রয়েছে ৪৪ ভাগ। বেকারত্বের এই হার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। আংটাড তাদের প্রতিবেদনে বলেছে, ইসরাইল যে অবরোধ দিয়ে রেখেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশু। এ ছাড়া ৩০ বছরের ভেতরে যেসব ফিলিস্তিনি তরুণ রয়েছে, তাদের ৫০ ভাগেরই কোনো কাজ নেই। ফিলিস্তিনিদের চলাচলের ওপর তেল আবিব বিধিনিষেধ আরোপ করায় সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে বলে প্রতিবেদনে দাবি করেছে আংটাড। উল্লেখ্য, এর আগেও বহুবার ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার জন্য ইসরাইলের সমালোচনা করেছে জাতিসংঘ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে এসব সমালোচনা কানে তোলেনি দেশটি।