অস্ট্রেলিয়ার কাছে দুঃখ প্রকাশ করবে না চীন

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
'বিতর্কিত ছবি' পোস্টের জন্য অস্ট্রেলিয়ার কাছে দুঃখ প্রকাশ করবে না চীন। এমনটি জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সোমবার বলেন, ওই পোস্টের জন্য ক্ষমা দাবি করার বদলে অস্ট্রেলিয়ার উচিত লজ্জিত হওয়া। গত সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, একজন অস্ট্রেলিয়ান সেনা রক্তমাখা ছুরি এক শিশুর গলার কাছে ধরে আছে। পাশে দাঁড়ানো শিশুটির একটি ভেড়াকে ধরে আছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ছবিটি বানোয়াট। অস্ট্রেলীয় সেনাদের বিরুদ্ধে দুজন ১৪ বছরের আফগান কিশোরকে ছুরিকাঘাতে হত্যার যে অভিযোগ খবরে এসেছিল, মনে করা হচ্ছে, সেই অভিযোগের কথা আরও তুলে ধরতেই চীন এই ছবি পোস্ট করেছে। এমন ছবি পোস্ট করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি জানানো হয়, চীন যেন ক্ষমা চায়। তবে অস্ট্রেলিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে চীন জানিয়েছে, তারা এনিয়ে দুঃখ প্রকাশ করবে না। সংবাদসূত্র : আল-জাজিরা