আফগান সরকারের দাবি প্রত্যাখ্যান তালেবানের

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানের গজনি শহরে ভয়াবহ বোমা হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করার যে দাবি কাবুল সরকার করেছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান। এই গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করে বলেছে, তাদের যে সদস্যকে হত্যার দাবি করা হয়েছে, তিনি জীবিত আছেন। আফগান বার্তা সংস্থা 'আওয়া' জানিয়েছে, তালেবান মুখপাত্র জবিউলস্নাহ মুজাহিদ ওই ব্যক্তির নাম কেরামত খান হিসেবে উলেস্নখ করে বলেছেন। কেরামত জীবিত আছেন এবং তিনি বর্তমানে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অবস্থান করছেন। এর আগে সোমবার সকালে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, গত রোববার যে ব্যক্তির পরিকল্পনায় গজনি প্রদেশের কেন্দ্রীয় শহরে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। জবিউলস্নাহ মুজাহিদ আলোচিত ব্যক্তির নাম কেরামত খান বলে জানালেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম হামজা ওয়াজিরিস্তানি বলে উলেস্নখ করেছিল। রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি শহরে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত ও ২৪ জন আহত হয়। সংবাদসূত্র : পার্স টুডে