হংকংয়ে শীর্ষ তিন গণতন্ত্রপন্থির কারাদন্ড

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
হংকংয়ে গত বছরের সরকারবিরোধী সমাবেশে জড়িত থাকার দায়ে জশুয়া ওং, অ্যাগনেস চোউ ও ইভান লামকে কারাদন্ড দেওয়া হয়েছে। বেআইনি সমাবেশ আয়োজন ও এতে অংশ নেওয়ার দায়ে মঙ্গলবার আদালতে এ তিন সুপরিচিত গণতন্ত্রপন্থি দোষী সাব্যস্ত হন। সংবাদসূত্র : বিবিসি বেইজিং কঠোর শাস্তির বিধানসহ বিতর্কিত একটি নিরাপত্তা আইন চালু করার পর হংকংয়ে গণতন্ত্রপন্থিদের আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। অপরাধের সময়কাল আইনটি কার্যকর হওয়ার আগে হওয়ায় ওং ও বাকি দুজন সম্ভাব্য যাবজ্জীবন কারাদন্ড এড়াতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনজনের মধ্যে ওংকে সাড়ে ১৩ মাসের, চোউকে ১০ মাসের ও লামকে ৭ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রায়ের আগ পর্যন্ত এ তিনজনই রিমান্ডে ছিলেন; তাদের মধ্যে ওংকে নির্জন কয়েদখানায় রাখা হয়েছিল। 'অভিযুক্তরা পুলিশ সদরদপ্তর দখলে নিতে বিক্ষোভের ডাক দিয়েছিল। তাদের দেওয়া স্স্নোগানে পুলিশ বাহিনীকে হেয় করেছে। তাদেরকে যত দ্রম্নত সম্ভব কারাগারে পাঠানোই উপযুক্ত সাজা হবে,' বলেছেন বিচারক ওং ঝি-লাই। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হংকংয়ের তিন গণতন্ত্রপন্থি কর্মীকে দেওয়া কারাদন্ডের নিন্দা জানিয়েছে। এ রায়ের মাধ্যমে যারা প্রকাশ্যে সরকারের সমালোচনার সাহস দেখাতে ইচ্ছুক তাদেরকে কর্তৃপক্ষ সতর্ক বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছে তারা।