দুই সাংবাদিকের কারাদÐ নিয়ে সু চির সাফাইয়ে ক্ষুব্ধ হ্যালি

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাতিসংঘের মাকির্ন দূত নিকি হ্যালি
বাতার্ সংস্থা রয়টাসের্র দুই সাংবাদিককে কারাদÐ প্রদানের পক্ষে সাফাই গাওয়ায় মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মাকির্ন দূত নিকি হ্যালি। বৃহস্পতিবার এক টুইটার পোস্টে হ্যালি বলেন, সু চি’র বক্তব্যটিকে তার কাছে ‘অবিশ্বাস্য’ মনে হচ্ছে। সংবাদসূত্র : রয়টাসর্, ট্রিবিউন গত বছর রাখাইনে সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার তথ্য সংগ্রহের সময় আটক রয়টাসের্র দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও’কে (২৮) গত ৩ সেপ্টেম্বর সাত বছরের কারাদÐ দেয় মিয়ানমারের আদালত। দুই সাংবাদিকের কারাদÐ দেয়ার সমালোচনা করে তাদের মুক্তি দাবি করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও বিভিন্ন আন্তজাির্তক মানবাধিকার সংস্থা। তবে বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যানয়ে অথৈর্নতিক ফোরামে দেয়া বক্তব্যে রয়টাসর্ সাংবাদিকদের কারাদÐের পক্ষে সাফাই গান শান্তিতে নোবেলজয়ী সু চি। তাদের কারাদÐ দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সু চি বলেন, ‘এই মামলা আইনের শাসনকে সমুন্নত করেছে। সমালোচকদের অনেকেই রায় পড়েননি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘সাংবাদিক হওয়ার কারণে তাদের কারাদÐ দেয়া হয়নি, গোপনীয়তা আইন ভঙ্গ করায় আদালত তাদের কারাদÐ দেয়ার সিদ্ধান্ত নেয়।’ রাখাইনের ইন দিন গ্রামে দশ রোহিঙ্গাকে হত্যার ঘটনা তদন্ত করার সময়ে আটক হন ওই দুই সাংবাদিক। রয়টাসের্র সাংবাদিকদের কারাদÐের পক্ষে সু চি’র সাফাইয়ে ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘের মাকির্ন দূত নিকি হ্যালি। টুইটারে তিনি লিখেছেন, ‘প্রথমে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো নিপীড়নের অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর এখন জাতিগত নিধন নিয়ে প্রতিবেদন প্রস্তুতকারী দুই রয়টাসর্ সাংবাদিকের কারাদÐকে যৌক্তিক দাবি করা হচ্ছে অবিশ্বাস্য।’ পরে এক সংবাদ সম্মেলনে মাকির্ন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নোয়াটর্ বলেন, সু চির অনেক মন্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিমত রয়েছে। তিনি বলেন, ‘এ রায় মিয়ানমারে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে।’ রয়টাসর্ সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানিয়েছেন নোয়াটর্। এদিকে, সু চি’র একসময়ের ঘনিষ্ঠ, মিয়ানমারের খ্যাতনামা রাজনৈতিক বন্দি প্রয়াত উইন তিনের প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন বুধবার ওয়া লোন ও কিয়াও সো ও’কে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। দুই সাংবাদিকের শাস্তির বিরোধিতা করে তাদের দ্রæত মুক্তি দেয়ারও আহŸান জানিয়েছেন তারা।