হারিকেন ফ্লোরেন্স বহু লোক সরে গেলেও বন্দিরা কারাগারে!

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ফ্লোরেন্স যুক্তরাষ্ট্রের পূবর্ উপক‚লে আঘাত হানার আগে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হলেও নথর্ ক্যারোলিনায় কমপক্ষে দুটি কারাগারের বন্দিদের সরানো হয়নি। তবে সাউথ ক্যারোলিনা এবং ভাজিির্নয়ার কিছু কারাগার থেকে বন্দিদের এরই মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। সংবাদসূত্র : বিবিসি নথর্ ক্যারোলিনার কারাগারের কমর্কতার্রা জানান, কারাবন্দিদের অন্য কোনো জায়গায় নেয়া হবে না। কারণ অতীতের অভিজ্ঞতা থেকে তারা মনে করছেন, অন্য কোথাও নেয়ার চেয়ে কারাগারেই নিরাপদ থাকবে বন্দিরা। কারাগারের একজন কমর্কতার্ জানিয়েছেন, বন্দিদের অন্য কোনো জায়গায় সরিয়ে নেয়াটা ব্যয়বহুল। এ ছাড়া বন্দিদের সরিয়ে নিতে অনেক লোকবল প্রয়োজন, দুযোের্গর সময় সেটা পাওয়াও কঠিন। উল্লেখ্য, ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনা যখন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল, তখন কারাগারগুলোতে হাজার হাজার কয়েদি বিপদে পড়েছিল। এতে করে সে সময় কমপক্ষে এক হাজার বন্দির মৃত্যু হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, ঝড় হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে উঠলে বা আকস্মিক বন্যার সৃষ্টি হলে এবারও বন্দিদের এমন পরিণতি ভোগ করতে হতে পারে।