ফিলিস্তিনি গ্রাম বন্ধ করে দিয়েছে ইসরাইল চলছে আটক

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে বেদুইনদের গ্রাম খান আল-আহমার ঘিরে ফেলে চারদিক থেকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে গ্রাম অভিমুখে যাওয়া সব রাস্তা। সেখান থেকে ফিলিস্তিনিদের আটক করা হচ্ছে। সংবাদসূত্র : মিডল ইস্ট মনিটর, আল-জাজিরা অনুমতি ছাড়াই নিমির্ত হয়েছে দাবি করে গত সপ্তাহে গ্রামটি খালি করে ফেলার নিদের্শ দেয় ইসরাইলের উচ্চ আদালত। গ্রামটি নিশ্চিহ্ন করে ইসরাইলি বসিত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গ্রামটি নিশ্চিহ্ন করা হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হয়ে পড়বে। এ কারণে ফিলিস্তিনি কতৃর্পক্ষসহ আন্তজাির্তক সম্প্রদায় এর নিন্দা জানিয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের চারপাশে ইসরাইলি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় প্রবেশ করেছে সামরিক বুলডোজার। সেখানে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। জানা গেছে, বুলডোজার দিয়ে গ্রামের প্রবেশ পথ বন্ধ করে রেখে দিয়ে ইসরাইলি সেনারা গ্রামটি ধ্বংস শুরু করেছে। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করায় গ্রামটির অনেক বাসিন্দা আহত হয়েছে।