ঘূণির্ঝড়ে চীনে নিহত ৪, বাস্তচ্যুত ২১ লাখ ফিলিপাইনে নিহত ৬৪

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রলয়ঙ্করী ঘূণির্ঝড় মাংখুটের আঘাতে চীনে অন্তত চার জন নিহত হয়েছেন। ফিলিপাইনে আঘাত হানার পর রোববার হংকংয়ে তাÐব চালিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে আঘাত হানে। বতর্মানে দক্ষিণ চীনের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাচ্ছে। সংবাদসূত্র : বিবিসি, টাইমস অব ইনডিয়া, রয়টাসর্ ঘূণির্ঝড়ের তাÐবে প্রদেশের ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এই ঝড়ের কারণে প্রদেশটিতে ব্যাপক ভ‚মিধস হয়েছে। সোমবার উদ্ধারকমীের্দর কাদামাটি সরিয়ে লাশ খঁুজতে দেখা গেছে। স্থানীয় সময় রোববার বিকালে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে আঘাত হানে মাংখুট। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার। সেখানে চরম সতকর্তা জারি করা হয়েছে। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। ঝড়ের আগেই চীনে ২৯ হাজার নিমার্ন স্থাপনা এবং প্রায় ৬৫০টি পযের্বক্ষণ এলাকা বন্ধ করা হয়। গুয়াংডংয়ের উপক‚লবতীর্ শহর জিয়াংমেনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, ফিলিপাইনে মাংখুটের আঘাত ৬৪ জন নিহত হয়েছে।