মডার্নার ভ্যাকসিনে চিকিৎসকের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার বোস্টন শহরের এক চিকিৎসক গত বৃহস্পতিবার মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর তার দেহে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই চিকিৎসকের শেলফিশ জাতীয় খাবারে (চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, শামুক, অক্টোপাস প্রভৃতি) অ্যালার্জি রয়েছে। সংবাদসূত্র : নিউইয়র্ক টাইমস ডাক্তার হোসেন সাদরজাদেহ বোস্টন মেডিকেল সেন্টারের জেরিয়াট্রিক অনকোলজির একজন ফেলো। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার পর পরই তিনি মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পান। তার ঝিমুনি ভাব আসে এবং হৃৎকম্পন বেড়ে যায়। আমেরিকায় মডার্নার ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর এটিই প্রথম মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো ঘটনা। এ প্রসঙ্গে শুক্রবার বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বে বলেন, 'চিকিৎসক সাদরজাদেহ অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছিলেন এবং নিজেই নিজেকে ইনজেকশন দিয়েছেন। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে তিনি চলে যান। এখন তিনি সুস্থ।' দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) এক কর্মকর্তা জানান, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়ে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন এমন পাঁচটি ঘটনার তদন্ত করছেন তারা। আমেরিকায় ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে।