সিরিয়ার ভুল হামলা প্রাণ গেল ১৫ রুশ সেনার

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার ভুল হামলায় রাশিয়ার একটি সামরিক বিমান ভ‚পাতিত হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ১৫ সেনা। সোমবার রাতে সিরিয়ার আকাশে রাশিয়ার আইএল-২০ সামরিক বিমানটি ক্ষেপণাস্ত্র দিয়ে ভ‚পাতিত করা হয়। বলা হচ্ছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ভুল করে রাশিয়ার একটি উপক‚লীয় টহল বিমান ভ‚পাতিত করেছে সিরিয়ার সেনারা। সংবাদসূত্র : সিএনএন, বিবিসি রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘সিরিয়ার এমন ভুলে আমাদের ১৫ জন কমীর্ প্রাণ হারিয়েছে। এমন করে কারও সঙ্গে বন্ধুত্বপূণর্ সম্পকর্ রাখা যায় না।’ মস্কোর পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া দুঘর্টনাবশত রাশিয়ার একটি সামরিক বিমানে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র দিয়ে সিরিয়া ওই বিমানকে হামলা করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘রিয়া’ জানায়, রুশ সামরিক বাহিনী বলছে, বিমানটি ভ‚পাতিত হওয়ার কারণ সিরিয়া। এরপরও দেশটির সামরিক বাহিনী ভুল স্বীকার করছে না। তবে মূল অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। রুশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কনাশেনকভ বলেন, ‘ইসরাইলি সামরিক বাহিনীর অদায়িত্বশীল আচরণের জন্য ১৫ জন রুশ কমর্কতার্ হারিয়েছি আমরা। হামলা শুরু হওয়ার মাত্র এক মিনিট আগে ইসরাইল সতকর্ করেছিল। মঙ্গলবার তারা ইসরাইলের প্রতি হুশিয়ারি দিয়ে জানায়, এই ঘটনা ইসরাইলি আগ্রাসী আচরণ বলে বিবেচনা করছে তারা। তবে ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানায়, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা থামাতে চেয়েছিল সিরিয়া।