আরও ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে মাকির্ন শুল্ক

আমরাও পিছপা হচ্ছি না জানালো বেইজিং

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আরও ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলার মূল্যের চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার চীনের প্রায় ছয় হাজার পণ্যের ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপ করা হচ্ছে হচ্ছে। এসব পণ্যের মধ্যে হাতব্যাগ, চাল ও টেক্সটাইল পণ্য থাকতে পারে। তবে স্মাটর্ ঘড়ি ও হাই চেয়ারের মতো পণ্যের ওপর শুল্কারোপ করা হবে, এমন ধারণা থাকলেও এসব পণ্য ছাড় পেয়েছে। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো চীনা পণ্যে শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র এ যাবৎকালের সবচেয়ে বড় শুল্কারোপ করতে যাচ্ছে। এর ফলে দেশ দুটির মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ নতুন এই শুল্ক আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কাযর্কর হবে। শুরুতে ১০ শতাংশ করে শুল্ক আদায় করা হবে। চলতি বছরের বাকি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা না হলে আগামী বছরের শুরু থেকে এসব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায় করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের ‘অন্যায্য বাণিজ্যনীতি, ভতুির্ক এবং কিছু খাতে বিদেশি কোম্পানিকে স্থানীয় অংশীদার নেয়ার বিধানের জবাবে’ এসব শুল্ক আরোপ করা হয়েছে। তিনি বলেন, ‘কী ধরনের পরিবতর্ন করা প্রয়োজন সে বিষয়ে আমরা অত্যন্ত পরিষ্কার, আমাদের সঙ্গে আরও ন্যায্য আচরণ করার জন্য চীনকে সব সুযোগ দিয়েছি আমরা; কিন্তু এ পযর্ন্ত চীন তার ধরন পাল্টাতে রাজি হয়নি।’ পাল্টা পদক্ষেপ নেয়ার বিষয়েও চীনকে সতকর্ করেছেন তিনি। তিনি হুশিয়ারি দিয়েছেন, ‘চীন যদি পাল্টা পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘তাৎক্ষণিকভাবে তৃতীয় পবের্র দিকে যাবে।’ ‘তৃতীয় পবের্র’ অথর্, আরও ২৬৭ বিলিয়ন (২৬ হাজার ৭০০) ডলার মূল্যের চীনা পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা। আর যদি তাই হয়, তাহলে কাযর্ত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চীনের প্রায় সব পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। এর আগে জুলাইতে ৩৪ বিলিয়ন ডলার মূল্যমানের চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করেছিল হোয়াইট হাউস। এরপর গত মাসে চীনের আরও ১৬ বিলিয়ন (এক হাজার ৬০০ কোটি) ডলার মূল্যের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার আরও শুল্ক বসানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আদমানিকৃত মোট চীনা পণ্যের প্রায় অধের্ককে নতুন শুল্কের আওতায় নিয়ে এলো। এদিকে, চীনের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়, ‘যুক্তরাষ্ট্র নতুন করে আমাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করলে আমরাও একবিন্দু ছাড় দেব না।’ চীন অভিযোগ করে আরও জানায়, ‘ট্রাম্প ইচ্ছাকৃতভাবে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু আমরাও পিছপা হচ্ছি না।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ফের কোনো শুল্কারোপ করলে তার পাল্টা পদক্ষেপ নেয়া হবে বলে আগেই জানিয়ে রেখেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র গেং সুয়াং বলেন, চীন সবসময় চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পকের্র মাধ্যমে ব্যবসা করতে। কিন্তু তারা হয়তো সেটা চাচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দেশের স্বাথর্ আগে দেখবো। আমাদের এখানকার কৃষকরা, ব্যবসায়ীরা যাতে উপকৃত হন সে চেষ্টাই আমরা করব।’