সংবাদ সংক্ষেপ

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অঞ্চল স্থায়ীভাবে বন্ধ করতে রাজি উত্তর কোরিয়া মূল পারমাণবিক স্থাপনাও ভেঙে ফেলতে রাজি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আবারও গ্রেপ্তার নাজিব রাজাক যাযাদি ডেস্ক মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আবারও গ্রেপ্তার করা হয়েছে। ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ (ওয়ান এমডিবি) তহবিল থেকে ৮৫৯ মিলিয়ন মাকির্ন ডলার ব্যক্তিগত তহবিলে স্থানান্তরে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির দুনীির্ত দমন কমিশন এমএসিসি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ১৩ মিনিটে পুত্রাজায়াতে এমএসিসির সদর দপ্তর থেকে নাজিবকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টায় তাকে কুয়ালালামপুর আদালতে হাজির করা হবে। এর আগে গত মে মাসে নাজিবকে গ্রেপ্তার করেছিল এমএসিসি। ওই সময় তার বিরুদ্ধে একই অভিযোগ তোলা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান। এমএসিসি বুধবার জানিয়েছে, নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সংবাদসূত্র : বিবিসি কাভানফের ধষর্ণ চেষ্টা প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিযোগকারী নারী যাযাদি ডেস্ক মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সুপ্রিম কোটের্র বিচারক ব্রেট কাভানফের বিরুদ্ধে ধষর্ণ-চেষ্টার অভিযোগকারী নারী ক্রিস্টাইন বøাসি ফোডর্ প্রাণনাশের হুমকিতে রয়েছেন বলে জানিয়েছেন। এ কারণে তিনি কাভানফের বিরুদ্ধে ধষর্ণ চেষ্টার যে অভিযোগ এনেছেন, তার স্বপক্ষে আগামী সপ্তাহে সিনেটের সামনে কথা বলবেন না বলে জানিয়েছেন। লিসা ব্যাংকস নামের বøাসির ওই আইনজীবী মঙ্গলবার জানান, তার মক্কেল ‘প্রাণনাশের হুমকিতে রয়েছেন ও হয়রানির শিকার হচ্ছেন’। লিসা ব্যাংকস জানান, ব্রেট কাভানফের বিরুদ্ধে অভিযোগ আনার পর বøাসি ফোডের্ক তার বাসা থেকে বের করে দেয়া হয়েছে। তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, তার ই-মেইল হ্যাক করা হয়েছে এবং অনলাইনে তার বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়েছে। তার পরিবার কোথায় নিরাপদে ঘুমাবে, সেটি নিয়ে তাকে ভাবতে হচ্ছে। গত সপ্তাহে ক্যালিফোনির্য়ার পালো আলটো ইউনিভাসিির্টর মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টাইন বøাসি ফোডর্ ‘ওয়াশিংটন পোস্ট’কে জানান, ব্রেট কাভানফ তাকে জোর করে বিছানায় নিয়ে যান এবং তাকে ধষের্ণর উদ্দেশে নগ্ন করার চেষ্টা করেন। কাভানফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবারও তিনি হোয়াইট হাউসে কমর্কতাের্দর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদসূত্র : বিবিসি ফিলিপাইন ঘূণির্ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১ যাযাদি ডেস্ক ফিলিপাইনে টাইফুন ‘মাংখুট’র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ৮১-তে। এ সংখ্যা ১০০ ছাড়াতে পারে। কারণ একটি ভ‚মিধসের পর উদ্ধারকারীরা বেশ কিছু লোকের প্রাণহানির আশঙ্কা করছেন। মাংখুটের আঘাতের পর ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলে কৃষি-জমিসহ ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। এদিকে দেশটির ইটোগো শহরে বড় ধরনের ভ‚মিধসের পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কদিন আগে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন ফিলিপাইন, হংকং, চীনে আঘাত হানে এবং এতে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে চারজনের প্রাণহানি ঘটে। সংবাদসূত্র : এএফপি অনলাইন তার বয়স এখন ১১২ জানালেন রহস্য যাযাদি ডেস্ক ‘জন্মিলে মরিতে হবে’Ñ সে কথা সবাই জানে। তারপরও শতায়ু হতে কে না চায়? তবে এ যুগে সে ভাগ্য খুব কম লোকেরই হয়। কেউ যদি সুস্থভাবে ১০০ বছরের বেশি বঁাচে তাহলে তার বেঁচে থাকার কারণ জানতে ইচ্ছা হয় বৈকি। তেমনই এক শতায়ু নারী হলেন যুক্তরাজ্যের গ্রেস জোনস। ১১২ বছরে পা দিয়েছেন তিনি। নিজেই জানিয়েছেন তার সুস্থ জীবনের রহস্য। কিছুদিন আগে ১০৫ বছরের এক ব্রিটিশ নারী তার শতায়ু হওয়ার কারণ জানিয়েছিলেন। এবার জানালেন গ্রেস জোনস। যুক্তরাজ্যের ওয়কের্সর বাসিন্দা এই বৃদ্ধা। দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন। ২৬ জন প্রধানমন্ত্রীও দেখেছেন। তার বন্ধুরা তাকে ‘অ্যামেজিং গ্রেস’ নামে ডাকতেন। এতদিন বেঁচে থাকার সেই রহস্য জানালেন তিনি। তিনি জানিয়েছেন, ৫০ বছর বয়স থেকে প্রত্যেক রাতে এক পেগ করে হুইস্কি খান তিনি। গত ৬০ বছর ধরে বিখ্যাত ‘গ্রাউস সিঙ্গল মল্ট হুইস্কি’ পান করেন। রাতে এক পেগ হুইস্কি কোনোদিন ‘মিস’ করেন না। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি এভাবে হুইস্কি পান করবেন। তার চিকিৎসকরাও জানিয়েছেন, এতটুকু হুইস্কি খাওয়া তার হাটের্র পক্ষে ভালো। ২৭ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি। এখনো তিনি মোটামুটি সুস্থই। শুধু কানে একটু কম শোনেন। এখনো প্রত্যেক সপ্তাহে শপিং করতে যান তিনি। সংবাদসূত্র : ডেইলি মেইল