গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার প্রস্তাব পাস উত্তরাখÐে

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার প্রস্তাব পাস করেছে ভারতের উত্তরাখÐ বিধানসভা। এই প্রস্তাব এখন কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। বুধবার সবর্সম্মত ভোটে এই প্রস্তাব পাস করেছে উত্তরাখÐ বিজেপি সরকার। এই প্রস্তাব বিধানসভায় তুলেছিলেন রাজ্য পশুপালনমন্ত্রী রেখা আযর্। বিধানসভায় এই প্রস্তাব পেশ করার সময় রেখা আযর্ দাবি করেন, গরুই একমাত্র প্রাণী, যে শ্বাস গ্রহণের সময় যেমন অক্সিজেন নেয়, তেমনি শ্বাসত্যাগ করার সময়েও অক্সিজেন নিঃসৃত হয়। এছাড়া তিনি আযর্, গো-মূত্রের ঔষধি গুণাবলী সম্পকের্ও বিধায়কদের সচেতন করেন। আযর্র দাবি, মাতৃদুগ্ধের পরই সদ্যজাতের জন্য গরুর দুধ সবচেয়ে উপযোগী। সংসদ বিষয়ক মন্ত্রী প্রকাশ পান্ত জানিয়েছেন, ‘আমাদের সমাজ এবং ধমের্ গরুর আলাদা স্থান রয়েছে। তবে গরুকে রাষ্ট্রমাতা বলা হবে কিনা, সে বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, উত্তরাখÐই ভারতের প্রথম রাজ্য, যেখানে গরুকে রাষ্ট্র মাতা ঘোষণার প্রস্তাব পাস হয়েছে। সংবাদসূত্র : টাইমস নাউ