ফেসবুকে ‘অবমাননাকর’ পোস্ট মিয়ানমারে কলামিস্টের ৭ বছরের কারাদÐ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
অং সান সু চি
মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে নিয়ে ফেসবুকে ‘অবমানকর পোস্টের’ কারণে ৭ বছরের কারাদÐ দেয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সাবেক কলামিস্ট গার মিন সোয়েকে। বুধবার দেশটির আদালতের এক কমর্কতার্ বিষয়টি নিশ্চিত করেছেন। সবের্শষ এ রায় দেশটিতে মুক্ত মতপ্রকাশের অধিকারের প্রতি হুমকি আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। মিন সোয়ের বিরুদ্ধে ইয়াঙ্গুনের পশ্চিম জেলার আদালত এই রায় দেয় মঙ্গলবার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় বলে জানিয়েছে আদালতের মুখপাত্র হতায় অং। তিনি বলেন, ফেসবুকে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়ার জন্য গার মিন দোষী প্রমাণিত হয়েছেন । রোহিঙ্গা গণহত্যা নিয়ে অনুসন্ধানকারী রয়টাসের্র দুই সাংবাদিককে কারাদÐ দেয়ার পর মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তজাির্তক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার। এরই মধ্যে এ কলামিস্টকে কারাদÐ দেয়া হলো। মিয়ানমারের সাবেক সামরিক সরকারের আমলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কলামিস্ট হিসেবে কাজ করেছিলেন মিন সোয়ে। সংবাদসূত্র : এএফপি অনলাইন