সেশনসকে ট্রাম্পের তোপ

আমার কোনো অ্যাটনির্ জেনারেল নেই

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন অ্যাটনির্ জেনারেল জেফ সেশনস
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাটনির্ জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে সবচেয়ে বড় তোপ দেখেছেন। মঙ্গলবার ‘হিল ডট টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সেশনসকে কটাক্ষ করে বলেছেন, ‘আমার কোনো অ্যাটনির্ জেনারেল নেই। এটি খুবই দুঃখজনক।’ যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে চলমান তদন্ত থেকে সেশনসের সরে যাওয়ার পর অ্যাটনির্ জেনারেলের উদ্দেশে এটিই ট্রাম্পের করা সবচেয়ে কঠোর মন্তব্য। : বিবিসি রাশিয়া বিষয়ক তদন্ত থেকে সেশনসের সরে যাওয়ায় ‘খুবই হতাশ’ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে অভিবাসন বিষয়ে সেশনসের কমর্কাÐেও নিজের অসন্তুষ্টির কথা আড়াল করেননি মাকির্ন প্রেসিডেন্ট। অ্যাটনির্ জেনারেলকে বহিষ্কারের চিন্তা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দেখবো কী করা যায়। অনেকেই আমাকে এটা করতে বলছেন। কিছু বিষয়কে আমি নিজের মতো চলতে দিতে চাই, কিন্তু তিনি যা করেছেন, তা সত্যিই অনুচিত ছিল।’ অভিবাসন এবং অন্যান্য ইস্যুতেও সেশনসের কাযর্ক্রমে তিনি ‘খুশি নন’ বলে সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প। অ্যাটনির্ জেনারেল হিসেবে নিয়োগের সময়ও সেশনসের পারফরম্যান্স ‘খুবই দুবর্ল’ ছিল বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় সেশনস এখনো কিছু বলেননি। ট্রাম্পের আগের সমালোচনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেশনস। বলেছিলেন, যতক্ষণ আমি অ্যাটনির্ জেনারেল, বিচার বিভাগের কমর্কাÐ রাজনৈতিক বিবেচনার দ্বারা অন্যায্যভাবে প্রভাবিত হবে না। আমি সবোর্চ্চ মান চাই, যে ক্ষেত্রে তা হয় না, আমি ব্যবস্থা নিই।’ উল্লেখ্য, দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের পক্ষে তার অ্যাটনির্ জেনারেলকে আক্রমণ করার ঘটনা বেশ অস্বাভাবিক। এর মাধ্যমে ট্রাম্প আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছেন বলেও অভিযোগ সমালোচকদের। যদিও ট্রাম্প শুরু থেকেই প্রেসিডেন্ট নিবার্চনে তার প্রচার শিবিরের সঙ্গে মস্কোর কোনো ধরনের অঁাতাত ছিল না বলে দাবি করে আসছেন। তদন্ত বা বিচারের কোনো প্রক্রিয়ায় বাধা দেয়ার চেষ্টা করেননি বলেও ভাষ্য মাকির্ন প্রেসিডেন্টের।