যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া

রেস্তোরঁায় প্লাস্টিক স্ট্র ব্যবহার বন্ধ হচ্ছে

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ার রেস্তোরঁাগুলোতে খুব শিগগিরই প্লাস্টিক স্ট্র সরবরাহ করা বন্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার এই অঙ্গরাজ্যের পরিবেশ-বান্ধব গভনর্র স্বাক্ষরিত নতুন একটি আইনের আওতায় এটি করা হচ্ছে। তবে রেস্তোরঁায় খেতে আসা গ্রাহকরা স্ট্রয়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানালে তা পেতে পারে। গভনর্র জেরি ব্রাউন বলেন, তিনি আশা করছেন, এ পদক্ষেপ স্ট্রয়ের জন্য অনুরোধ জানানোর আগে গ্রাহকদের এর বিকল্প নিয়ে ভাবতে অনুপ্রাণিত করবে। তার মতে, ‘প্লাস্টিক স্ট্র চাওয়া একজন গ্রাহকের ক্ষেত্রে এটি খুবই সামান্য পদক্ষেপ।’ উল্লেখ্য, জলবায়ু পরিবতর্ন যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। ব্রাউন সতকর্ করে দিয়ে বলেন, যেকোনো ধরনের প্লাস্টিক পণ্য ‘আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকর।’ আগামী বছর থেকে আইনটি কাযর্কর করা হবে এবং দেশটিতে এটিই এ ধরনের প্রথম পদক্ষেপ। নতুন এ আইনের আওতায় বছরে সবোর্চ্চ ৩০০ ডলার জরিমানা করার আগে দু’বারের বেশি সতকর্ করা হবে না। সংবাদসূত্র : এএফপি অনলাইন