প্রাণনাশের হুমকি

কাশ্মিরে ২৪ পুলিশ সদস্যের পদত্যাগ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে প্রাণনাশের হুমকির মুখে ২৪ জনের বেশি বিশেষ পুলিশ কমর্কতার্র (এসপিও) পদত্যাগ করেছেন। শুক্রবার ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের হাতে তিন এসপিও সদস্য নিহত হওয়ার পর তারা পদত্যাগ করলেন। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদত্যাগের কথা প্রত্যাখ্যান করে বলেছে, এটি একটি ‘ভুয়া’ খবর। তবে এসপিও’র কয়েক সদস্যের এক ভিডিও বাতার্ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাদের পদত্যাগপত্র প্রদশর্ন করতে দেখা যাচ্ছে। এসব পুলিশ কমর্কতার্র একজন বলছেন, ‘এমন পরিস্থিতিতে আমি আতঙ্কিত। ফলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। আমি হলফনামা তৈরি করেছি এবং পদত্যাগের ফমর্ এনেছি। পদত্যাগের অনুমোদন নেয়ার জন্য আমি বৃহস্পতিবার পুলিশ বিভাগে গিয়েছি।’ উল্লেখ্য, সন্দেহভাজন জঙ্গিরা শুক্রবার তিন পুলিশ সদস্যকে অপহরণের পর হত্যা করে। গত মাসেও জঙ্গিরা পরিবারের প্রায় ১২ সদস্যকে আটকের প্রতিশোধ নিতে তিন পুলিশ সদস্য এবং তাদের পরিবারের আট সদস্যকে অপহরণ করে। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে এ অঞ্চলে মোতায়েন করা ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে লড়াই চলছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন