তাঞ্জানিয়ায় ফেরি ডুবে ১৮৩ জনের প্রাণহানি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত মহাসাগরে অবস্থিত তাঞ্জানিয়ায় যাত্রীবাহী ফেরিডুবিতে কমপক্ষে ১৮৩ জন মারা গেছেন। উত্তর তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে গত বৃহস্পতিবার এই ফেরিডুবির ঘটনা ঘটে। ফেরিতে চার শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। আর ডুবে যাওয়া মানুষের সংখ্যা দুই শতাধিক হতে পারে। সংবাদসূত্র : রয়টাসর্ ‘এমভি নায়রিরি’ নামের ফেরিটি উকোরা এবং বুগোলোরা দ্বীপের মাঝামাঝি পেঁৗছে ফেরিটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিটি ডকে ভেড়ানোর পর যাত্রীরা নৌযানের একপাশে এসে দঁাড়ালে তা উল্টে যায়। এরপর তাদের উদ্ধারে উদ্ধারকমীের্দর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঝঁাপিয়ে পড়ে। তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ চলছে। ডুবে যাওয়া ফেরি উদ্ধারেও কাজ চলছে। ওই ফেরি তার বহরক্ষমতার অতিরিক্ত যাত্রী তুলেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, লেক ভিক্টোরিয়াতে এর আগেও ফেরিডুবির ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে সেখানে এক ফেরি দুঘর্টনায় অন্তত ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। ২০১২ সালে ভারত মহাসাগরে অবস্থিত তাঞ্জানিয়ার আধা-স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ জাঞ্জিবারে অতিরিক্তি যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল।