প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যে দেশে প্রতিদিন মানুষের ঘুম ভাঙে গোলাগুলি আর প্রাণঘাতী বোমার শব্দে, তাদের কাছে শান্তি মানে প্রতিদিন বেঁচে থাকার নিশ্চয়তা। শুক্রবার ছিল আন্তজাির্তক শান্তি দিবস (পিস ডে)। তাই দিনটি উদযাপনে সেদিন সিরিয়ার রাজধানী দামেস্কে শান্তির প্রতীক সাদা রঙের টি-শাটর্ পরে উৎসবে মেতে ওঠে হাজার হাজার নগরবাসী। দেশটিতে দীঘর্ সাত বছরের যুদ্ধের অবসানকে স্মরণীয় করে রাখতে সেদিন ম্যারাথন, সাইক্লিংসহ বিভিন্ন ‘ইভেন্টের’ আয়োজন করা হয়। এছাড়াও আতশবাজির ঝলকে ছেয়ে যায় গোটা রাজধানী শহর। ওই উৎসবে যোগ দিতে এমন অনেক শিশু এসেছিল তাদের পরিবারের সঙ্গে Ñসিনহুয়া