প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শৈশব কথাটি মনে হলেই এক ‘স্বগীর্য় সুখ’ অনুভ‚ত হয় দেহ-প্রাণ জুড়ে। শৈশবের দুরন্তপনার স্মৃতি কারই বা ছিল না? মা-বাবার আদুরে শাসন আর মাস্টার মশাইয়ের চোখ রাঙানি উপেক্ষা করে রোজ চলতো হাজারো রকমের ছেলেমানুষি আর দুষ্টুমিপনা। জাপানের প্রিন্স আকিশিনো ও প্রিন্সেস কিকো’র একমাত্র ছেলে হিশাহিতো সেসব থেকে ব্যতিক্রম হবে কেন? তাইতো টোকিওর ‘আকাসাকা স্টেট’ মাঠে সাবানের বুদবুদ ফেনা (বাবল) উড়িয়ে জানান দিচ্ছে শৈশবের কোনো শ্রেণি বিভেদ থাকতে নেই Ñরয়টাসর্ অনলাইন