শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে কৃষকদের সঙ্গে সরকারের নবম বৈঠকও ব্যর্থ

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

ভারতে বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নবম বৈঠকও ব্যর্থ হয়েছে। ফলে চলতি মাসেই আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। সংবাদসূত্র :এএনআই

শুক্রবার দিলিস্নর বিজ্ঞান ভবনে মূলত দুটি বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত কৃষকরা। প্রথমত, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার এবং দ্বিতীয়ত, ফসলের নূ্যনতম সহায়ক মূল্য। কিন্তু দিনভর দীর্ঘ বৈঠকের পরও কোনো সমাধান সূত্র বের হয়ে আসেনি। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জানুয়ারি দশম দফার বৈঠকে বসবে দুই পক্ষ।

ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের কমিটি নয়, তারা কেবল কথা বলবেন সরকারের সঙ্গেই। তবে এদিনের বৈঠকেও যে রফাসূত্র বেরোয়নি, সে কথাও জানাতে ভোলেননি তিনি। তার বক্তব্য, 'আমাদের দাবি অনুযায়ী, সহায়ক মূল্য এবং বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার- কোনোটাই এখনো হয়নি। আমরা সুপ্রিম কোর্টের গঠিত কমিটির কাছে যাবো না।' তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে