শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
করোনা মহামারি

বিশ্বে মৃতু্য ২০ লাখ ছাড়াল

ব্রাজিলের আমাজোনাসে কারফিউ ফ্রান্সও হাঁটছে একই পথে
যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯ কোটি ৩৬ লাখ ৩৭ হাজারের বেশি। আর মৃতু্য ২০ লাখ পাঁচ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছে ছয় কোটি ৭০ লাখের বেশি মানুষ। শুক্রবার আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার' থেকে এসব তথ্য জানা গেছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, এএফপি

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় চার লাখ মানুষ। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত সেখানে দুই কোটি ৩৮ লাখ ৪৯ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। আর দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৪১ লাখ ১২ হাজার।

যুক্তরাষ্ট্রের পর মৃতু্য বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃতু্য বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৩ লাখ ২৬ হাজারের বেশি। এদের মধ্যে মৃতু্য হয়েছে দুই লাখ সাত হাজার ১৬০ জনের। সুস্থ হয়েছে ৭৩ লাখ ৪০ হাজারের বেশি।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃতু্য বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ২৮ হাজারের বেশি। এদের মধ্যে মৃতু্য হয়েছে প্রায় এক লাখ ৫২ হাজার জনের। সুস্থ হয়েছে এক কোটি এক লাখ ৬৩ হাজার। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)।

করোনা মোকাবিলায় ব্রাজিলের

আমাজোনাসে কারফিউ

এদিকে, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজোনাসে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড ও অক্সিজেন সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে ১০ দিনের কারফিউ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার থেকে শুরু হওয়া এই কারফিউ প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে। দেশটির অন্যতম বৃহৎ এ রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রাজধানী মানাউসে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

'ফিওক্রুজ-আমাজোনিয়া সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউট' জানিয়েছে, নগরীটিতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে এবং সেখানকার কিছু স্বাস্থ্যসেবা কেন্দ্র সাফোকেশন চেম্বারে পরিণত হয়েছে।'

ম্যানাউসের লুইজা কাস্ত্রো নামের এক বাসিন্দা জানান, 'হাসপাতালগুলোতে আর কোনো বেড খালি নেই এবং অক্সিজেন সিলিন্ডারও নেই। আমরা সবাই এখন বিধাতার ওপর সবকিছু ছেড়ে দিয়েছি।'

রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেন, আমাজোনাসে বর্তমানে করোনাভাইরাস মহামারির একেবারে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। তিনি আরও বলেন, 'এটি অনেক কঠিন হলেও প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।'

ফ্রান্সেও কারফিউ জারি

অন্যদিকে, করোনা সংক্রমণ রুখতে ফ্রান্সে দেশব্যাপী কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার থেকে এটি কার্যকর হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত জারি করা এই কারফিউ চলবে টানা ১৫ দিন। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স বৃহস্পতিবার এ ঘোষণা দেন। অবশ্য বর্তমানে ফ্রান্সের অনেক শহর রাত ৮টা থেকে কারফিউ এর মধ্যে রয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলে জারি রয়েছে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ। তবে কারফিউয়ের মধ্যেও স্কুলগুলো খোলা থাকবে। কিন্তু সব ধরনের 'ইনডোর গেমস' নিষিদ্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে