ট্রাম্পের চিঠির প্রশংসায় পঞ্চমুখ বাইডেন

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ওভাল অফিস ছাড়ার সময় রীতি অনুয়ায়ী উত্তরসূরির জন্য ট্রাম্প যে চিঠি রেখে গেছেন, তা সবার আগ্রহ ছিল চরমে। সবাই ধারণা করেছিল, তিনি বিতর্কিত কিছু লিখে যাবেন। কিন্তু তেমন কিছুই করেননি ট্রাম্প। ফলে ওই চিঠি পেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রেসিডেন্ট জো বাইবেন। সংবাদসূত্র :সিএনএন বাইডেন জানিয়েছেন, 'প্রেসিডেন্ট (ট্রাম্প) খুবই উদার একটি চিঠি লিখেছেন।' ব্যাস! এতটুকুই। ট্রাম্পের চিঠি সম্পর্কে এর বেশি কিছু বলতে রাজি হননি নতুন প্রেসিডেন্ট। তার কথায়, 'কারণ, এটা ব্যক্তিগত। যতক্ষণ তার (ট্রাম্প) সঙ্গে কথা না বলছি, ততক্ষণ এর বিষয়ে কোনো কথা বলব না। তবে চিঠিটি উদার ছিল।' ট্রাম্পের এক জ্যেষ্ঠ সহযোগীও চিঠিটিকে 'ব্যক্তিগত নোট' হিসেবে উলেস্নখ করেছেন, যেখানে দেশ এবং নতুন প্রশাসনের সাফল্য কামনা করা হয়েছে। তার দেীয়া তথ্যমতে, হোয়াইট হাউসে কাটানো শেষ রাতে ট্রাম্প যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তার মধ্যে বাইডেনের জন্য চিঠিও রয়েছে। শুধু ট্রাম্পই নয়, উত্তরসূরিদের জন্য সৌজন্য চিঠি রেখে গেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।